ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

বিএসএফ ও বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকের তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে বিএসএফ ও বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৬-১৯ ফেব্রুয়ারি দিল্লিতে বিএসএফ ও বিজিবি ডিজি পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত থাকবেন বিএসএফের ডিজি দলজিৎ সিংহ চৌধুরী ও বিজিবি'র ডিজি মেজর জেনারেল এম এ সিদ্দিকী। 

সাধারণভাবে প্রতিবছর নভেম্বরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার ক্ষমতা পরিবর্তনের পর সীমান্ত নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে সেই বৈঠক স্থগিত রাখা হয়েছিল। সম্প্রতি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে বাংলাদেশের আপত্তি নিয়ে দুদেশের মধ্যে নতুন করে তিক্ততা দেখা দেয়। ভারতের পক্ষ থেকে বারে বারে অপরাধ মুক্ত সীমান্তের দাবি জানানো হয়েছে।

বিএসএফ সূত্রে বলা হয়েছে, ভারত-বাংলাদেশের ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের অন্তত ৯২টি জায়গায় কাঁটাতারের বেড়া দেয়ার কাজ আটকে রয়েছে।  তবে অতীতে এই জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছিল দু’দেশের সরকার।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।

বিএসএফ আশা করছে, এবারের বৈঠকে সমঝোতা সূত্র পাওয়া যাবে।   

এছাড়ও বৈঠকে প্রতি বছরের মতোই পশু ও মানবপাচার, জাল নোট, মাদক, বেআইনি অস্ত্র পাচার এবং অপরাধীদের গ্রেপ্তারীর প্রশ্নে সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status