অনলাইন
উত্তরটা আপাকেই দিতে হবে
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন
প্রিয়, হাসু আপা, কেমন আছেন? এর উত্তর আপনাকেই দিতে হবে এমন নয়। দেশ-বিদেশের সবাই জানেন। বাংলাদেশের রাজা হয়ে এখন অন্য দেশের দয়ায় দিন কাটাচ্ছেন- এটাকে ভালো থাকা বলা যায় না। তারপরও আপনি সব সময়ই ব্যতিক্রম। এই যে অন্য দেশে বসে নিজ দেশের নেতাকর্মীদের মাঝে মাঝে সবক দিচ্ছেন। এই সবক আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করছেন। এতে কি বোঝাতে চাইছেন- মানুষ কিন্তু সবই বুঝে। ক্ষমতায় থাকতেও আপনি তা করেছেন। একাধিক প্রমাণ আছে দেশবাসীর কাছে। এ ছাড়া নিজের ঢোল নিজে পিটানোকে আপনি খুব পছন্দ করেন- এটা সবাই জানে। তাই তো গত প্রায় ষোল বছরে যত সভা-সমাবেশ করেছেন তাতে আপনি আপনার নিজের ঢোল পিটিয়েছেন বক্তব্যের অধিকাংশ সময়। তাতে কি লাভ হয়েছে?…
বিস্তারিত ‘জনতার চোখ’-এ
“আবূ সাঈদ বিশ্ববিদ্যালয়” করা হোক, তবে নামের আগে “শহীদ” শব্দ ব্যবহার না করাই বাঞ্ছনীয়।
এক ধাক্কায় শেখ হাসিনা ও তার বাপের নাম জয়বাংলা হয়ে গেলো। তবে আমরা দেখেছি শিক্ষাবিদ ও আমলারা কী হন্যে হয়ে শেখ হাসিনা ও তার গুষ্টির নামে বিভিন্ন শিক্ষায়তন ও প্রতিষ্ঠানের নামকরণ করেছে। আমি প্রস্তাব করছি নেত্রকোনায় বিশ্ববিদ্যালয়ের নাম কর্নেল তাহের বিশ্ববিদ্যালয় করা হোক।
আপা সারাদিন যতো মিথ্যা কথা বলেন, এগুলো শুনে বার বার আমার মনে একটি প্রশ্নই জাগে, একজন মুসলমান এতো মিথ্যা বলে কীভাবে ! উনার ধর্ম বিশ্বাস ও বিবেকে কি একবারও বাঁধে না ? বাঁধলে বলতেন না।
হাসিনার নামটা পরিবর্তন করে ওখানে খাজা মঈন উদ্দিন চিস্তি ( রা:) বিশ্ববিদ্যালয় রাখা হোক।