ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

সাকিবের সঙ্গে তুলনা পছন্দ নয় রাব্বির

সৌরভ কুমার দাস
২২ জানুয়ারি ২০২৫, বুধবারmzamin

তার অধিনায়কত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশের যুবারা। বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়া মাহফুজুর রহমান রাব্বি এবারের বিপিএলে খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। বাঁহাতি স্পিনার, বাঁহাতি ব্যাটার-ক্যারিয়ারের শুরুতেই সাকিব আল হাসানের উত্তরসূরি হতে পারেন- এমন আলোচনা হচ্ছে তাকে নিয়ে। যদিও রাব্বি সাকিবের সঙ্গে তার তুলনা মোটেও পছন্দ করছেন না।
মানবজমিনের সঙ্গে আলাপকালে রাব্বি বলেন, ‘না, আসলে ওরকমভাবে চিন্তা করি না। কারণ সাকিব ভাই অলয়েজ টপ লেভেলের খেলোয়াড় উনি এক নাম্বার (অলরাউন্ডার) ছিলেন। আসলে আমার পছন্দ না কারও সঙ্গে কারও তুলনা করা। উনি যে লেভেলের খেলোয়াড় আমি ওই লেভেলের খেলোয়াড় হতেও পারি, নাও হতে পারি। এগুলো আসলে সামনে বলা যেতে পারে বাট এই তুলনা করার বিষয়টা আমি খুব একটা পছন্দ করি না। আমি আমার দিক থেকে ভালো খেলার ট্রাই করি।’ ক্যারিয়ারের শুরুতেই লাইমলাইটে চলে আসলে অনেক ক্রিকেটারই প্রত্যাশার চাপ সামলাতে ব্যর্থ হন। তবে রাব্বি বাইরে তাকে নিয়ে কি আলোচনা হয় সেটা দেখেন না নারায়ণগঞ্জের এই ক্রিকেটার। তিনি বলেন, ‘ওরকমভাবে দেখা হয় না (মানুষের প্রত্যাশা), সোশ্যাল মিডিয়া আসলে একটু কম ঘাটাঘাটি করা হয়। এ কারণে আসলে ওইরকম চাপ আসেনি। আমি যেখানেই খেলি না কেনো পারফর্ম করার চেষ্টা করি। ভালো খেললে ভালো লাগে, না করতে পারলে চেষ্টা করি কীভাবে ওভারকাম করা যায়।’ খুলনা টাইগার্সের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন রাব্বি। যদিও অভিষেকটা হয়েছে দুঃস্বপ্নের মতো। চিটাগং কিংসের বিপক্ষে সেই ম্যাচে বল হাতে প্রথম ওভারেই ৪ ছক্কায় সহজ ২৭ রান হজম করেন এই বাঁহাতি স্পিনার। ওই ম্যাচে আর বোলিং পাননি রাব্বি, বাদ পড়েন পরের ম্যাচের একাদশ থেকেও। আগে কখনো এমন অভিজ্ঞতা না হওয়া রাব্বির খারাপ লেগেছে মূলত দলের জন্য অবদান রাখতে না পারায়। তিনি বলেন, ‘হতাশা বলতে এভাবে কখনো ফেস করিনি, যে এত রান দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু তো খারাপ লেগেছেই, দলের জন্য কিছু করতে পারিনি। এদিক থেকে হতাশা কাজ করেছে অবশ্যই। যদি দলের জন্য কিছু করতে পারতাম তাহলে ভালো লাগতো। আমার ডেব্যু ম্যাচ ছিল বিপিএলে সেদিক থেকে ভালো করতে পারলে ভালো লাগতো আর কি!’ অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের শুরুতেই সাফল্য পান রাব্বি। তার নেতৃত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা এশিয়া কাপ জেতে। এপর জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) টি-টোয়েন্টিতে সিলেটের অধিনায়কত্ব করেছেন রাব্বি। ব্যাট হাতে করেন ৭ ম্যাচে ১৪৩, যার মধ্যে আছে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩৯ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংসও আছে। বয়সভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্ব করার পর এনসিএল টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা চাপের কিনা প্রশ্নে রাব্বি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ পর এখানে (এনসিএল) অধিনায়কত্ব করাটা সহজ কারণ এখানে সবাই ফার্স্ট ক্লাস খেলে সবাই লিস্ট এ খেলতেছে। তো তাদের আসলে ওরকম বলে দেয়ার মতো কিছু নেই যে এটা বা ওটা করতে হবে। তারা নিজেদের রোলটা খুব ভালো জানে, বুঝতে পারে। তারা সবসময় প্রস্তুত থাকে, যাকে যখন আনা হয় রেডি থাকে কারণ নিজেদের ভূমিকা কি হবে সেটা তারা জানে। এজন্য এটা আমার কাছে মনে হয় সহজ যে উপরের লেভেলে এসে অধিনায়কত্ব করাটা।’ জাতীয় ক্রিকেট লীগের গেল মৌসুমে সিলেট বিভাগের স্কোয়াডে থাকলেও মাত্র ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রাব্বি। যেখানে ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে আরও বেশি ম্যাচ খেলতে চান তিনি। রাব্বি বলেন, ‘আসলে যত খেলবো ততই তো উন্নতি হবে। অবশ্যই ম্যাচ যত বেশি খেলতে পারবো, যত সুযোগ আসবে তত অভিজ্ঞতা হবে, শিখতে পারবো। এখন জাস্ট জার্নিটা শুরু হয়েছে। আরও অনেক কিছু শেখার আছে, শিখছি। তবে এখন পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status