ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, সেই আক্ষেপ ঘুচাবে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারmzamin

সাভারে ভোটার হালনাগাদ কর্মসূচির উদ্বোধনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন- মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা তাদের আক্ষেপ ঘুচাতে চাই, তাদের ভোট প্রদানের ব্যবস্থা করে দিতে চাই। কিন্তু এটা আমাদের একার পক্ষে সম্ভব না। এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গতকাল সকালে সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করতে এসে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটের দিন কেউ যাতে আপনার অধিকার হরণ করতে না পারে, আপনার ভোট যেন অন্য কেউ দিতে না পারে সেজন্য আমরা কাজ করছি। গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভার থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির যাত্রা শুরু হলো। আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করতে পুরো কর্মযজ্ঞে ৬৫ হাজার লোকবল নিয়োজিত থাকবে। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন। আলোচনা সভা শেষে সাভার উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি- ২০২৫ এর উদ্বোধন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এসময় প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কয়েকজন ভোটার তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে তথ্য সংগ্রহকারীদের কাছে তথ্য প্রদান করেন। এর আগে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে সাভারবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশন। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে), নির্বাচন কমিশন সচিবালয় কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (আঃ), ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা রেঞ্জ ডিআইজি একেএম আওলাদ হোসেন। আলোচনা সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (আঃ) বলেন, এবার ৪০ থেকে ৪৫ লাখ ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে। তালিকায় দ্বৈত ভোটার যেন না থাকে, মৃত ভোটার যেন বাদ দেয়া যায় এবং নতুনদের অন্তর্ভুক্ত করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্যই বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার থেকে সপ্তমবারের মতো বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ই ফেব্রুয়ারি থেকে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ শুরু হবে এবং ১১ই এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। অন্যদিকে ২০২২ সালে নেয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
 

পাঠকের মতামত

“মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা তাদের আক্ষেপ ঘুচাতে চাই, তাদের ভোট প্রদানের ব্যবস্থা করে দিতে চাই।” যথার্থ বলেছেন তবে পরের কথার সাথে একমত নই। “কিন্তু এটা আমাদের একার পক্ষে সম্ভব না।” আপনাদেরকে একাই সফল হওয়ার উপায় খুঁজতে হবে। শক্তিশালী কাঠামো তৈরী করুন।

Monir
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ২:৫৩ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status