অনলাইন
পুলিশ-র্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

বাঁয়ে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে পুলিশের। মাঝে র্যাবের। আর ডানে আনসারের। ছবি: সংগৃহীত
সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তিনটা সংস্থার (পুলিশ, র্যাব ও আনসারের) জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। এক সঙ্গে সব করা সম্ভব নয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের। র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তন দাবি ওঠে। সংস্কারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তী সরকার।
পাঠকের মতামত
পোশাক পরিবর্তন করলে কি হবে ,যদি চরিত্র পরিবর্তন না হয় ৷ এমন একটা নিয়ম করা উচিৎ কেউ যদি দুর্নীতি,চাদাবাজি,ঘুষ লেনদেন অথবা কোন অনিয়মের সাথে জড়িত আর তা সত্যি প্রমাণিত হয় , সাথে সাথে তাকে চাকরিচ্যুত করতে হবে,কয়েক মাস,কয়েক বছর জেল দিতে হবে ৷শুধু নিয়ম করলে হবে না এটা কার্যকর করতে হবে ৷আর এসব চাকরী যেন ঘুষ দিয়ে নিতে না হয়,মামা খালুর মাধ্যমে না হয় ৷ যোগ্য ব্যক্তি যেন সে চাকরীটা পায় ৷
BGB এর নাম পরিবর্তন করে BDR করা হোক..
পোশাক নয় বরং চরিত্র পরিবর্তন করা ফরজ।
দেশ-বিদেশের মনস্তাত্ত্বিক বিজ্ঞানী এবং ভাবাচারের প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ।এই বাহিনীগুলোর জন্য শুধু পোশাক বদলে কোন কাজ হবে না। মন মানসিকতা ও ভাবাচার পরিবর্তনের জন্য প্রশিক্ষণের প্রয়োজন তার ব্যবস্থা করুন।
Rab কে গ্রাম পুলিশের পোশাক দেয়াই আমি দারুন খুশি। । কুকর্মের শাস্তি এমনি হওয়া উচিত।
প্রতিরক্ষা বাহিনী গুলি কেও কলঙ্কিত করেছে পতিত স্বৈরাচার। সুতরাং তাদের পোশাকেরও পরিবর্তন করতে হবে। প্রতিরক্ষা বাহিনী গুলিকে ব্যাপক সংস্কারের আওতায় আনা সময়ের দাবি।
হাস্যকর কালার।
আলহামদুলিল্লাহ্। খুনি'র পোষাক পরিত্যাগ করাই শ্রেয়। অন্তত অতীত ভুলে যাওয়া সহজ হবে।
শুধু পোশাক নয়, সেবা ও মানষিকতার ও পরিবর্তন করতে হবে।
ধন্যবাদ আপনাকে। কিন্তু পোশাক পাল্টে কি হবে চরিত্র পাল্টানোর উপর তাগিদ দেন। সংবিধান পরিবর্তন করতে হবে। আল্লাহর আইন অনুযায়ী তাহলে চরিত্র পাল্টানো সহজ হবে।
পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের তাতে পুলিশের স্বভাব ও আয়রন এর মতো কঠিন না হয়ে যায়!