ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

বিশ্বকাপ প্রসঙ্গে রিভালদো-নেইমারের দ্বন্দ্ব

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:৫৪ অপরাহ্ন

mzamin

ব্রাজিলের বর্তমান সময়টা ভালো না গেলেও নিজেদের ইতিহাসটা বেশ সমৃদ্ধ। তাদের কিংবদন্তিদের নাম নিলে কয়েকজনের মধ্যেই উচ্চারিত হয় রিভালদোর নাম। ২০০২ -এ দেশের সবশেষ বিশ্বকাপ জয়ে যার অবদান ছিল অনেকটা। তার জায়গায় নিজের নাম জুড়ে দিয়ে বিতর্কের সৃষ্টি করেন উত্তরসূরি নেইমার জুনিয়র। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা পোস্ট করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। উত্তরে রিভালদোকে শান্ত থাকার আহ্বান জানান নেইমার।

ঘটনার সূত্রপাত ‘চারলা’ নামক এক পডকাস্ট থেকে। সেখানে বিশ্বকাপসহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোমারিও। সেখানে ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক নেইমারের কাছে জানতে চান, দেশের শেষ তিন বিশ্বকাপজয়ী (১৯৭০, ১৯৯৪ ও ২০০২) দলে নিজেকে কার জায়গায় দেখতে চাইতেন। জবাবে সবশেষ বিশ্বকাপজয়ী দলের রিভালদোর নাম নেন তিনি। এতেই চটে যান ৫২ বছর বয়সী সাবেক এই ফুটবলার। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নেইমারের এমন কথার উত্তরে রিভালদো লেখেন, ‘আমি নেইমারকে বলতে শুনি যে ক্যারিয়ারের সেরা অবস্থায় সে ২০০২ বিশ্বকাপে আমার জায়গায় খেলত। সত্যি বলতে তার প্রতিভা ও দক্ষতাকে আমি স্বীকার করি এবং এটাও বিশ্বাস করি সে ওই দলে থাকতে পারতো। তবে আমার জায়াগায় খেললে গল্পটা অন্যরকম হতে পারতো। তার প্রতি সম্মান ও প্রশংসা জানিয়ে আমি ১০০% নিশ্চিত হয়েই বলতে পারি, এটা (টুর্নামেন্টে যা হয়েছে) হতো না।’

সেই বিশ্বকাপে নিজের অবদান প্রসঙ্গে রিভালদো লেখেন, ‘সে সময়ে আমি বিশ্বকাপ জয়ের জন্য এতটাই মনোযোগী, ক্ষুধার্ত ও দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, কেউ তার ক্যারিয়ারের সেরা সময়ে যতটাই ভালো হোক না কেনো, আমার জায়গা নিতে পারেনি। আমি আত্মবিশ্বাস নিয়েই বলছি, আমার সতীর্থরা জানে যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমি কতটা কঠিন লড়াই করেছি।’ তবে রিভালদোর এমন যুক্তি মানতে নারাজ নেইমার। এই পোস্টের উত্তরে ৩২ বছর বয়সী এই ফুটবলার লেখেন, ‘আমার বন্ধু, শান্ত হোন। বিশ্বকাপ খেলা সব ব্রাজিলিয়ানরাই শতভাগ নিবেদিত এবং মনোযোগী। কেউ কেউ তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, বাকিরা দুর্ভাগ্যজনকভাবে পারেনি। এটা ফুটবলের অংশ। আমি সবসময় আপনাকে সম্মান করি এবং ব্রাজিলের ফুটবলের জন্য আপনার অর্জনকে কখনোই ছোট করবো না।’ আলোচনাটা এতদূর কেনো আসলো সেই ব্যাখ্যাও দেন নেইমার। তিনি বলেন, ‘আমাকে শুধু তিনজনের মধ্যে থেকে একজনের জায়গা নেবার কথা বলা হয়েছিল। আপনি নিশ্চয়ই (২০০২ দলে) রোনালদো ও রোনালদিনহোর জায়গায় আমাকে দেখতে চাইবেন না?’

সৌদি ক্লাব আল হিলালের হয়ে মৌসুমের দ্বিতীয় ভাগে নিবন্ধন জোটেনি নেইমারের। এমন অবস্থায় গুঞ্জন উঠেছে তার দল বদলের। সামনে আসছে মেসির ইন্টার মায়ামিসহ শৈশবের ক্লাব সান্তোসের নামও। ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা কিংবদন্তি পেলের একটি ভিডিও তৈরি করে ক্লাবটি। সেখান তাকে বলতে শোনা যায়, ‘ঘরে ফিরে এসো, নেইমার।’ মূলত নেইমারকে পুনরায় দলে পেতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা বানানো ভিডিওটি প্রকাশ করে সান্তোস।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status