ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

থার্ড টার্মিনালের ৯৯ শতাংশ কাজ শেষ, নভেম্বরে ফ্লাইট চালুর পরিকল্পনা

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৪ অপরাহ্ন

mzamin

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বলেন, এ টার্মিনালের সামনে এপ্রোনটার কাজও শেষ। সেটি আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবহার করব। দুই কর্নারে সিলিং এবং বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকী আছে। আগামী মার্চের মধ্যে এসব কাজ শেষ হবে। বৃহস্পতিবার দুপুরে বেবিচক কার্যালয়ে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে অগ্রগতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বেবিচক চেয়ারম্যান বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে এই বছরের মধ্যে টার্মিনালটা উদ্বোধন করার। সেটা যে কোনো মূল্য। কারণ আপনারা জানেন এখানে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এখানে ২ দশমিক ১ বিলিয়ন ডলার খরচ হয়েছে যা জাইকা থেকে আমরা লোন নিয়েছি এবং সরকারও কিছু টাকা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আমরা অক্টোবরে শুরু করব। অক্টোবরে না পারলে নভেম্বরে যেকোনো মূল্যে আমরা অপারেশনে যাব। তিনি বলেন, তৃতীয় টার্মিনালের কার পার্কিং ঠিক জায়গায় রাখা হয়নি। ফলে সেটি সামনে রাখা হয়েছে। এটি সামনে না হলে ভবনের সৌন্দর্য আরো বাড়তো। কিন্তু জায়গা ছিল না হয়তো এ কারণে করা হয়েছে বলেও তার বক্তব্যে যোগ করেন তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, সব কাজ গুছিয়ে আনলেও এখনো ভিভিআইপি ৬৫ শতাংশ শেষ হয়েছে। আমরা এটি দ্রুত শেষ করার চেষ্টা করছি। এখন বিমানবন্দরে ২৪ টি সংস্থা কাজ করছে। সকলে মিলে তারা নিরাপত্তার কাজ করছে। তবে কেউ যদি কাজে কোনো ভুল করে বসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং হচ্ছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। এসময় তিনি সিলেট, কক্সবাজার, যশোর, বগুড়া, সৈয়দপুর এয়ারপোর্টের টার্মিনাল নিয়েও কথা বলেন। চলমান সব প্রজেক্টের কাজ এ বছরই শেষ করা হবে বলেও জানান তিনি।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status