ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

বিসিবি ও অলিম্পিকের নির্বাচনের জন্য জেলা-বিভাগে যে বার্তা দিলো এনএসসি

স্পোর্টস রিপোর্টার
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচন আসন্ন। বিসিবি’র চার বছরের মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে, বিওএ’র নির্বাচন ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার ১-২ মাস আগে থেকেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। এই দুই সংস্থার নির্বাচনী কর্মকাণ্ড সহজকরণ করতে জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বার্তা পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন করে প্রতিনিধি কাউন্সিলর এবং জেলা-বিভাগ থেকে ১০ জন পরিচালক হন। বিওএর নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে দুই জন করে কাউন্সিলর এবং তিন জন নির্বাহী সদস্য হন। দেশের ক্ষমতার পালাবদলের পর গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়েছে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ সাত সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটির রুপরেখা প্রদান করলেও অনেক জেলা এখনো কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠায়নি। আবার অনেক জেলা পাঠালেও জাতীয় ক্রীড়া পরিষদ সেটা আনুষ্ঠানিক অনুমোদনও দেয়নি। জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় এখনো কমিটিই গঠন হয়নি। ফলে স্থানীয় ক্রীড়া প্রশাসনে নির্বাচন চলতি বছর হওয়ার সম্ভাবনা খুবই কম। নির্বাচিত কমিটিতে বিশের অধিক ব্যক্তিবর্গ থাকে ফলে কাউন্সিলর মনোনয়ন অনেকটা সহজ হয়। অ্যাডহক কমিটি মাত্র সাত জনের হওয়ায় কাউন্সিলর মনোনয়ন পেতে জেলা-বিভাগে বেশ বেগে পেতে হবে। এই বিষয়টি উপলব্ধি করে ৫ই জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি বিভাগীয় ক্রীড়া সংস্থায় আরও চার জন এবং জেলা ক্রীড়া সংস্থায় আরও দুই জন সদস্যের নাম প্রস্তাব করার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের উদ্দেশে চিঠি লিখেছেন।  জেলা ক্রীড়া সংস্থায় ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, ক্রিকেট পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী বিবেচনায় দুই জনকে অ্যাডহক কমিটিতে অর্ন্তভুক্ত করার অনুরোধ করা হয়েছে। বিভাগীয় ক্রীড়া সংস্থায় ক্রিকেট সংশ্লিষ্ট দুই জনের পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনের জন্য মনোনয়ন যোগ্য আরও দুই জন মোট চার জনকে কমিটিতে নেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।  যে সকল জেলা-বিভাগ ইতোমধ্যে কমিটি অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করেছে তাদের প্রযোজ্য ক্ষেত্রে আরো ২/৪ জনের নাম প্রেরণ করতে বলা হয়েছে। আর যে সকল জেলা-বিভাগ নামই পাঠায়নি তাদের অ্যাডহক কমিটি ৯/১১ জন বিশিষ্ট করার নিদের্শনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদ্যমান গঠনতন্ত্রে অন্যতম দুর্বলতা জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় সভাপতি এককভাবে কাউন্সিলর দেওয়ার এখতিয়ার রাখেন। গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক দৃষ্টিতে নির্বাহী কমিটির সভা করে কাউন্সিলর মনোনয়ন দেয়া অধিকতর যৌক্তিক ও বাঞ্ছনীয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও আরো কয়েকটি ফেডারেশন কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে অধিভুক্ত ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভার প্রয়োজন পড়ে।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status