বাংলারজমিন
চরফ্যাশনে দুস্থদের শীতবস্ত্র দিলেন ইউএনও
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারচরফ্যাশনে বেড়িবাঁধ ঘুরে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। শুক্রবার রাতে চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নের মেঘনা নদীর পাড়ের মাইনুদ্দিন বেড়িবাঁধের বিভিন্ন এলাকা ঘুরে শতাধিক পরিবারের মাঝে কম্বল তুলে দেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে ইউএনও’র কাছ থেকে কম্বল পেয়ে আপ্লুত শীতার্তরা। এসময় তিনি বেড়িবাঁধের থাকা নিন্মআয়ের মানুষের খোঁজ খবর নেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, এই উপজেলার ছিন্নমূল মানুষের পাশাপাশি বেড়ি বাঁধের এলাকায় জেলেসহ নিন্মআয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এই শীত বস্ত্র নিয়ে নিজে ছুটে এসেছি। শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। এ উপজেলায় শীতার্ত মানুষের জন্য সরকার থেকে ২ হাজার পিস কম্বল বরাদ্দ এসেছে, যা এই উপজেলার চাহিদার তুলনায় অনেক কম।