বাংলারজমিন
কুষ্টিয়ায় বিলের জমির পানি বের করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারকুষ্টিয়ার দৌলতপুরে বিলের জমির পানি বের করাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপুর গ্রামের হাসানপুর বিলের জমির জমাটবদ্ধ পানি কেটে বের করা নিয়ে জাহাঙ্গীর মেম্বার ও মজনুর সঙ্গে প্রতিপক্ষ আশা ও আসাদুলের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর মেম্বার (৪০) ও তার বাবা নুর মহম্মদ (৬৫), মজনু (৪৭) ও তার ভাই হাবিবুর রহমান (৪৫) এবং ভাতিজা (২০), ফরিদ (৩৫), আশা (৪৫) ও আসাদুল (৪০) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, হাসানপুর গ্রামের বিলের জমির পানি কেটে বের করা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।