ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে শাস্তি পেলেন তামিম

স্পোর্টস ডেস্ক

(৫ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট পর্বে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। বৃহস্পতিবার ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে অ্যালেক্স হেলসের সঙ্গে ঝামেলায় জড়ান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি দেয়া হয়েছে তামিমকে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে দেশসেরা এই ওপেনারকে।

বিপিএলের ঢাকা পর্বে রংপুরের বিপক্ষে প্রথম দেখায় হারে বরিশাল। সিলেটে দ্বিতীয় দেখায় প্রতিশোধটা প্রায় নিয়েই নিয়েছিল তামিম ইকবালরা। তবে শেষ ওভারে অধিনায়ক নুরুল হাসান সোহান ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন ৩০ রান। জিতে যায় রংপুর। ম্যাচশেষে বাঁধে বিপত্তি। রংপুরের ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে হাত মেলাতে যান তামিম। সেখানে হেলসের মুখভঙ্গি দেখে রেগে যান বরিশাল অধিনায়ক। বিশ্বকাপজয়ী এই ব্যাটারকে উদ্দেশ্য করে বলেন, ‘এমন করছো কেনো? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ জবাবে হেলস কিছু একটা বললে তার দিকে তেড়ে যান খান সাহেব। যে যাত্রায় তাকে থামান রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। পরে তাকে সরিয়ে নিয়ে যান দলের কর্মকর্তা এবং সতীর্থরা। এ ঘটনায় দুই আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব অভিযোগ জানান ম্যাচ রেফারি নিয়ামুল রশিদের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তামিমের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে তামিম দোষ স্বীকার করে নেয়ায় প্রয়োজন পড়েনি কোনো আনুষ্ঠানির শুনানির। একইসঙ্গে সতর্ক করা হয়েছে বরিশালের এই ব্যাটারকে। এ ঘটনায় হেলস জানান, তামিমের এমন ব্যবহার লজ্জাজনক। পরে তামিমও গণমাধ্যমকে জানান, জুনিয়র এক ক্রিকেটারের সঙ্গে অসদাচারন করার জন্য এমন প্রতিক্রিয়া জানান তিনি।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status