অনলাইন
টানা বর্ষণে প্লাবিত সৌদির অনেক অঞ্চল
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
সৌদি আরবের মক্কা এবং মদিনা বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান হজ ও ওমরাহ পালন করতে এখানে আসেন। কিন্তু এই কয়েকদিনের টানা বৃষ্টিতে পুরো সৌদির পরিবেশ পাল্টে গেছে। টানা বৃষ্টিতে সৌদির অনেক শহর জলমগ্ন। বুধবার সকালেও বৃষ্টির খবর মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বৃষ্টি-বিপর্যয়ের নানা ভিডিও। জেদ্দা শহরের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু পড়ছে বাজ। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত আবহাওয়া এরকমই প্রতিকূল থাকবে। পরিস্থিতি মোকাবিলায় বন্ধ স্কুল-কলেজ। বহু অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করে দেয়া হয়েছে। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো আল-উলা ও আল-মদিনা। আল-মদিনার মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান হলো মসজিদ-ই-নববিও বৃষ্টিতে প্লাবিত হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি চললে কী পরিস্থিতি দাঁড়াবে তা ভেবে উদ্বিগ্ন প্রশাসন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত মানুষকে শান্ত ও সতর্ক থাকতে বলা হচ্ছে। আর্জি জানানো হচ্ছে, সরকারি নির্দেশ মেনে চলতে। জরুরি পরিষেবাগুলিকে যে কোনও পরিস্থিতিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পরিশ্রম করছে।
সূত্র : india.com
এ কেয়া হুয়া কাইসে হুয়া। ইতনা বারিশ। সামালকে রাহিও।কখন কোথায় ওয়েদার খারাপ হয় বলা মুশকিল। কর্তৃপক্ষ সবাইকে সাবধানে থাকতে বলেছেন। ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে। উপরওয়ালা সবই পারেন। মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা ও মদিনা। আমিন আমিন আমিন।