বাংলারজমিন
নিজ বাংলোতে টর্চারসেল, ওসি বরখাস্ত
চৌগাছা (যশোর) প্রতিনিধি
(১ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৮ অপরাহ্ন

নিজ বাংলোতে টর্চারসেল, ঘুষ, রিমান্ড বাণিজ্য ও চাঁদাবাজিসহ নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে যশোরের চৌগাছা থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ওসি পায়েলের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তার নানা অপকর্মের বিষয়টি সামনে উঠে আসে। এর প্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর তাকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়। একই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।
তদন্ত চলাকালেই পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রেরিত এক আদেশে রোববার (৫ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, তদন্ত কমিটি তার বিরুদ্ধে প্রাথমিক কিছু অপকর্মের সত্যতা পেয়েছে। প্রতিবেদন জমা দেয়ার পর সত্যতা মিললে বিভাগীয় মামলা করা হবে এবং চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে তদন্ত কমিটির কার্যক্রম এখনো চলমান আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে ওসি পায়েল ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে যশোরের চৌগাছা থানার ওসির দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
পাঠকের মতামত
অপরাধী যেন কোনো অবস্থায় পার পেয়ে না যায়, প্রচলিত আইনে শাস্তির পর চাকুরিচ্যুত করা হোক, সাময়িক বরখাস্ত কোন শাস্তি নয় বরং পুরস্কারের সামিল l
পুলিশের অপকর্ম পুলিশ দিয়ে তদন্ত কতটুকু যুক্তিযুক্ত ?