ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টে ‘তীব্র প্রতিবাদ’ জানালো ভারত

মানবজমিন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, শনিবারmzamin

বাংলার অখণ্ড মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন তার ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি। এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা। আপনি যে পোস্টের কথা বলেছেন, তা সরিয়ে ফেলার বিষয়েও অবগত হয়েছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত, তখন জনসম্মুখে এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। তিনি বলেন, আমি পুনরায় বলছি বাংলাদেশ সরকারের কাছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা।

উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। ১৯৪৭ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে ‘খণ্ডিত’ আখ্যা দিয়ে ‘নতুন ভূখণ্ড ও বন্দোবস্তের কথা’ উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ আলম। যদিও কয়েক ঘণ্টা পর পোস্টটি ডিলিট করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার কথা জানিয়েছেন। এ বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণই ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রধান অংশীজন। ঢাকাকে বলেছি, আমাদের উন্নয়ন সহযোগিতা এবং কানেকটিভিটি, বাণিজ্য, জ্বালানি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বহুমুখী সম্পৃক্ততার কার্যক্রমগুলো বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা মেটাতে কিংবা তাদের কল্যাণের জন্য নিবেদিত। তিনি বলেছেন, আমরা পারস্পরিক আস্থা, সম্মান এবং একে অপরের উদ্বেগ ও স্বার্থের বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই।

 

 

 

পাঠকের মতামত

মহাশয় আপনি একটা সুন্দর কথা বলেছেন বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশের অংশীজন। তাহলে কেন হাসিরার মত একটি তাহলে কেন হাসিরার মত স্বৈরাচার খুনি বাংলাদেশ ধ্বংসকারী তাকে আপনারা পৃষ্ঠপোষকতা করেছিলেন কেন। কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে জনগণই সেতুবন্ধন। এর জন্য আপনাদের দুঃখ প্রকাশ করা উচিত।

Abdun Noor
২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:৫৮ অপরাহ্ন

পার্লামেন্ট্ভবনের সামনে অখন্ড ভারতের ম্যাপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Sohel
২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:৩০ অপরাহ্ন

তোমাদের দাদাগিরী বাংলাদেশে আর চলবে না। তোমরা যা করেছো তার জন্য ক্ষমা চাও

zia
২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:০০ অপরাহ্ন

ভারত তো রাষ্ট্রিয় ভাবেই অখণ্ড ভারতের মানচিত্র প্রকাশ করেছে এবং নানান হাম্বারব করছে বিজেপি ! তা'তে কী হয়েছে ?? আর এখানে তো একজন ব্যক্তিগত অনুভূতি থেকে করেছেন। তাতেই ভারতের পাগলামী চরমে উঠেছে ??

আলী আকবর
২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৭:৫৪ পূর্বাহ্ন

মাহফুজের মানচিত্র প্রকাশ ঠিক আছে। ভারত বলেছে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান সব তাদের এটার জন্য তারা মানচিত্র বানাইছে। তাহা কি ঠিক ?

Khan mahud
২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৫:০৬ পূর্বাহ্ন

ডিলিট করা উচিত হয়নি । তাদের প্রধান মন্ত্রী আমাদের সার্বর্ভৌমত্ব নিয়ে কটাক্ষ করে । আমাদের উপদেষ্টা অখন্ড বাংলার ছবি পোষ্ট দিয়েছে, অখন্ড বাংলাদেশ বলেনি ।

MONIR
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৫:১৮ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status