খেলা
‘ভিন্ন’ বাংলাদেশ দেখছেন সিমন্স
স্পোর্টস রিপোর্টার
২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবারধীরে ধীরে বিদায় নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র তারকারা। সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তার ওয়ানডে খেলা নিয়েও অনিশ্চয়তা। মামলা, বোলিং অ্যাকশনসহ নানা কারণে জাতীয় দলে তিনি আর খেলতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই। মুশফিকুর রহীম টেস্ট ও ওয়ানডে ছাড়া খেলেন না। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন শুধু ওয়ানডে ফরম্যাটে। অন্যদিকে অবসর না নিলেও এক বছর ধরে কোনো ফরম্যাটেই খেলছেন না তামিম ইকবাল। কবে ফিরবেন নাকি ফিরবেন না তা নিয়েও আছে নানা প্রশ্ন। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকারদের সঙ্গে যুক্ত হয়েছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিমের মতো তরুণ ক্রিকেটাররা। যাদের হাত ধরেই এসেছে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে জয়। দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন তিনি ‘ভিন্ন’ এক বাংলাদেশ দল দেখছেন। বাংলাদেশ দলের ক্যারিবীয় কোচ বলেন, ‘এই দলটা একটু আলাদা। এই দলে কয়েকজন নতুন ক্রিকেটার আছে। কয়েকজন ইনজুরির কারণে খেলছে না। তাই আপনি ভালো কিছুই প্রত্যাশা করবেন। টুর্নামেন্ট যত সামনে এগিয়েছে আমরা ভালো খেলেছি, যদিও ওয়ানডে সিরিজে আমরা জিততে পারিনি। তবে আমরা ভালো খেলেছি।’ বাংলাদেশ দল সবচেয়ে সফল ওয়ানডে ফরম্যাটে। তবে সবশেষ সংযুক্ত আবব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরে যায় টাইগাররা। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। ধারণা করা হচ্ছিল ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসের ঘাটতি হতে পারে। তবে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এ নিয়ে কোচ জানিয়েছেন টি-টোয়েন্টি সিরিজের আগে দলকে আত্মবিশ্বাস দিয়েছেন তারা। ফিল সিমন্স বলেন, ‘ওয়ানডে সিরিজ দলকে আত্মবিশ্বাস দিয়েছে। তারা এটাই মনে করেছে যে তারা ভালো খেলতে পারে। তবে এটা পুরোপুরি ভিন্ন ফরম্যাট। এই দলটা (ওয়েস্ট ইন্ডিজ) এই ফরম্যাটের অন্যতম কঠিন দল। আমরা যত সহজে ওদের বিপক্ষে জিতে গেছি ব্যাপারটা আসলে তত সহজ ছিল না। ছেলেদের প্রতি টুপি খোলা সম্মান। কেননা তারা সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ হেরে এখানে এসেছে এবং নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। একই ধরনের পরামর্শ আমি সব দলকে দিয়ে থাকি। আমি সব সময় নিশ্চিত করি ক্রিকেটাররা যেন বুঝতে পারে, প্রতিপক্ষ দলের বিপক্ষে তারা কী করতে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যা চেয়েছি সেটাই ছেলেরা করতে পেরেছে।’
সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থতার পর টি-টোয়েন্টিতেও রানে ফিরতে পারেননি। আর কবে রানে ফিরবেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার এমন প্রশ্নও উঠছে। তবে প্রধান কোচ ফিল সিমন্সের বিশ্বাস, শিগগিরই ফর্মে ফিরবেন লিটন। যদিও নেতৃত্বের জন্য লিটনের প্রশংসা করেছেন ক্যারিবীয় এই কোচ। নাজমুল হোসেন শান্ত’র অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। তার নেতৃত্বে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তৃতীয় তথা শেষ ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসা করেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের সাবেক টপঅর্ডার ব্যাটার বলেন ‘এই দু’টি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’ শামীম হোসেন পাটোয়ারী রানে ফিরেছেন। শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসা রানই বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেয়। তার ব্যাটিং নিয়ে সিমন্স বলেন, ‘শামীম ম্যাচসেরা হয়েছে, অবশ্যই ওর পারফরম্যান্সে তো খুশি। সে দু’টি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছে। এর আগে অনুশীলনেও নিজের সামর্থ্য দেখিয়েছে। সে জানে তাকে কী করতে হবে। আমার দেখে ভালো লাগছে।’
টাইগারদের প্রধান কোচ মনে করেন সেন্ট কিটসের উইকেট বড় কোনো প্রভাব ফেলেনি। তিনি বলেন, ‘উইকেট অনেক বেশি মুখ্য ছিল না। প্রথম দিন আমি এটাকে ভালো উইকেট বলছিলাম। দ্বিতীয় ম্যাচে আমরা সহজে জিতিনি, কষ্ট করতে হয়েছে। তাও ভালো লাগছে আমরা ১২০ রানের মতো করে এই উইকেটে ম্যাচটি জিতে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছি। উইকেট প্রথম ম্যাচ থেকে অনেকটাই পাল্টে গেছে, তবে অবশ্যই বলবো এটা ১২০ রানের উইকেট না।’
মোটা অংকের টাকা পায় ও তো বলবেই ভালো।