খেলা
জয়ে ফিরল রিয়াল, বায়ার্নের গোল–উৎসব, লিভারপুলের ছয়ে ছয়
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৪ অপরাহ্ন
উয়েফা চ্যাম্পিয়নস লীগে টানা দুই হারের পর ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ । ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে জিতেছে ৩–২ গোলে। এই ম্যাচে একসঙ্গে গোল করেছেন আক্রমণভাগের ত্রয়ী বেলিংহাম, এমবাপ্পে ও ভিনিসিয়ুস।
অন্য ম্যাচে গোল–উৎসব করেছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৫–১ গোলে জিতেছে বায়ার্ন। অস্ট্রিয়ান ক্লাব সাল্জবুর্গের বিপক্ষে পিএসজির জয় ৩–০ গোলে। রাতের আরেক ম্যাচে পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহর গোলে জিরোনাকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। চ্যাম্পিয়নস লীগের এবারের মৌসুমে এ নিয়ে ছয় ম্যাচের ছয়টিতেই জিতল আর্নে স্লটের দল। ৩৬ দলের আসরে সবকটি ম্যাচ জেতা একমাত্র ক্লাব লিভারপুলই। সবার আগে নকআউট পর্বও নিশ্চিত করে ফেলল অলরেডরা।
এক নজরে ফল
আতালান্তা ২–৩ রিয়াল মাদ্রিদ
জিরোনা ০–১ লিভারপুল
শাখতার দোনেৎস্ক ১–৫ বায়ার্ন মিউনিখ
সাল্জবুর্গ ০–৩ পিএসজি
লেভারকুসেন ১–০ ইন্টার মিলান
ক্লাব ব্রুগা ২–১ স্পোর্তিং লিসবন
লাইপজিগ ২–৩ অ্যাস্টন ভিলা
ব্রেস্ত ১–০ পিএসভি আইন্দহফেন
দিনামো জাগরেব ০–০ সেল্টিক