ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কর্মরত দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা। গতকাল দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। 
এ সময় বক্তব্য রাখেন- দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মাহবুব আলম সুমন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম, সাংবাদিক গাজী মোবারক, বিজয় টিভির সাংবাদিক দ্বীন ইসলাম অনিক। বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। আর এই গণমাধ্যমকর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। রূপগঞ্জের সাংবাদিকরা চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।  
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১লা ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯শে নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status