ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কেন্দুয়ায় খেলার মাঠ নির্মাণের কাজে নয়ছয়

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

নেত্রকোনার কেন্দুয়ায় একটি নতুন খেলার মাঠ নির্মাণের জন্য ৩০ লাখ টাকা কাবিটা বরাদ্দ দেয়া হয়েছিল। কাজ না করে ১০ লাখ টাকা ব্যয় দেখিয়ে ২০ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত দেখানো হয়েছে। ঘটনাটি উপজেলার বলাইশিমুল ইউনিয়নে কচন্দরা গ্রামে ঘটেছে। জানা যায়, এলাকাবাসীর দাবির মুখে সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু নিজ গ্রাম কচন্দরায় নতুন একটি খেলার মাঠ নির্মাণের জন্য ২০২৩-২৪ অর্থবছরের কাবিটার বরাদ্দ থেকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। প্রস্তাবিত খেলার মাঠ নির্মাণের স্থানটি ছিল একটি মরা খালের উপর। যা দিয়ে এলাকার পানি নিষ্কাশন হতো। ওই স্থানে খেলার মাঠ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে সমঝোতায় মাঠ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর নামমাত্র মাটি কেটে বিল ভাউচার দেখিয়ে প্রকল্প কমিটির সংশ্লিষ্ট ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। কাজের সম্ভাবনা না থাকায় উপজেলা প্রশাসন বরাদ্দের বাকি ২০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। স্থানীয়রা জানান, এলাকায় কোনো খেলার মাঠ নেই। তাই এমপি’র কাছে দাবি জানালে তিনি ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। প্রথমে কিছু মানুষ বিরোধিতা করলেও পরে মাঠের জন্য এলাকার লোকজন জমিও লিখে দিয়েছেন। মাটি কাটার জন্য ড্রেজার মেশিন আনা হয়েছিল। একদিন একবার মেশিন ছাড়লে কিছু বালুপানি আসছিল পরে অদৃশ্য কারণে মেশিন বন্ধ করে দেয়া হয়। মাটি কাটা বলতে এইটুকুই হয়েছে। এতে প্রায় এক হাজার ফিট মাটি হবে। কিন্তু পরে কেন জানি কাজ বন্ধ হলো সঠিক কিছু জানেন না তারা। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ২০২৩-২৪ অর্থবছরের কাবিটার বরাদ্দ থেকে খেলার মাঠ নির্মাণের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। বরাদ্দকৃত ৩০ লাখ টাকার মধ্যে প্রথমে ১০ লাখ টাকা দেয়া হয়েছিল প্রকল্প কমিটিকে। সময়মতো কাজ সম্পন্ন না হওয়ায় পরবর্তীতে তাদেরকে আর টাকা দেয়া হয়নি এবং ২০ লাখ টাকা ফেরত পাঠানো হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status