ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ডিআরইউ সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

স্টাফ রিপোর্টার

(৭ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান প্রতিবেদন আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল। সভাপতি পদে আকন ৮০১ ও সোহেল ৫৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে দ্বিতীয় অবস্থানে থাকা মুরসালিন নোমানী পান ৪৯৬ ভোট। আর সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে থাকা শাহনাজ শারমীন পেয়েছেন ৩৬৪ ভোট পাওয়া ।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির (২০২৫) এই নির্বাচন হয়। ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এম এ আজিজ। অন্য সদস্যরা হলেন আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন ও শহিদুল ইসলাম।
নির্বাচনে ২১টি পদের মধ্যে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। ৬৯৮ ভোট পেয়ে সহ সভাপতি হয়েছেন গাজী আনোয়ার ও যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন পেয়েছেন ৭২৩ ভোট, ৫৫০ ভোট পেয়েছেন সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি পান ৬৮৩ ভোট, নারী বিষয়ক সম্পাদক পদে ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী ৭৮২ ভোট পেয়েছেন। ৬৩২ ভোট পেয়ে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন মো. শরীফুল ইসলাম। ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান ৭৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থসম্পাদক হয়েছেন সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status