ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ২৯ বস্তা টাকা, গণনা চলছে

আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে

(১ সপ্তাহ আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্ধুকে এবার রেকর্ড ২৯ বস্তা টাকা দান হিসেবে পাওয়া গেছে। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। শনিবার সকাল ৭টায় মসজিদটির ১০টি দানসিন্ধুক এবং একটি ট্রাঙ্ক খোলার মধ্য দিয়ে টাকা গণনার কাজ শুরু করা হয়। এখন গণনা চলছে।

পাগলা মসজিদ মাদরাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ২৮৫ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৩৬০ জন টাকা গণনার কাজ করছেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত রয়েছেন। মসজিদ-মাদরাসার ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী তাদের সহায়তা করছেন। এবার তিন মাস ১৩ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এর আগে সর্বশেষ গত ১৭ই আগস্ট খোলা হয়েছিল। তখন ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। পরে টাকা গণনা করে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা, রূপা ও হীরার গয়না।

তবে এ মসজিদের দানসিন্ধুক থেকে গত ২০শে এপ্রিল বৈদেশিক মুদ্রা, সোনা, রূপা ও হীরার গয়না ছাড়া এ যাবৎকালের সর্বোচ্চ ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। এবার টাকার এই অঙ্ক ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কেননা এবার মসজিদের ৯টি দানসিন্ধুক অন্তত দুই সপ্তাহ আগেই দানের টাকায় পূর্ণ হয়ে যায়। পরে দান অব্যাহত রাখার সুবিধার্থে আরো একটি দানসিন্ধুক এবং একটি ট্রাঙ্ক যুক্ত করা হয়। এছাড়া বস্তার হিসাবেও এবার সর্বোচ্চ ২৯ বস্তা টাকা পাওয়া গেছে।

শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমতের উপস্থিতিতে দান সিন্ধুক খোলা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাহিদ হাসান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া, রূপালী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক এ মসজিদটিতে নয়টি লোহার দান সিন্ধুক আছে। প্রতি তিন থেকে চার মাস পর পর এগুলো খোলা হয়। এবার সকাল ৭টা থেকে সিন্ধুকগুলো খোলার কাজ শুরু হয়। প্রথমে টাকাগুলো লোহার সিন্ধুক থেকে বস্তায় ভরা হয়। পরে মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢালা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। সর্বশেষ গত ১৭ই আগস্ট টাকা গণনা করতে ৩২০ জনের প্রায় ১২ ঘণ্টা লেগেছিল। এবার টাকা গণনা  দ্রুত করতে আরো ৩৫ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে গণনার কাজে যুক্ত করা হয়েছে।

জানা যায়, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করেন। যারা দান করতে আসেন তারা বলে থাকেন, এখানে দান করার পরে নাকি তাদের মনের আশা পূরণ হয়েছে। আর এ কারণেই দিন দিন দানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, গণনা শেষ হলে টাকার পরিমাণ জানা যাবে। দানসিন্ধুক থেকে পাওয়া সব টাকা ব্যাংকে জমা রাখা হবে।

জেলা প্রশাসক আরো জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়ে থাকে।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, সকাল থেকে টাকার সিন্ধুক খোলা ও বস্তায় ভরে এনে গণনা শেষে ব্যাংক পর্যন্ত সমস্ত টাকা নিরাপদে পৌঁছে দেয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তার কাজে তিনিসহ তার পুলিশ সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেন। এছাড়া গণনার দিন ছাড়াও বাকি দিনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সিন্ধুকের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এ মসজিদের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্যও। বর্তমানে ৩.৮৮ একর ভূমির ওপর সম্প্রসারিত পাগলা মসজিদ এলাকায় মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে। ঐতিহাসিক এই মসজিদকে নিয়ে জেলার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলেই গর্ববোধ করেন।

পাঠকের মতামত

৭-কোটি কেনো, ৭০০-কোটি দান পেলেও 'এখানে মনোবাঞ্ছা পূর্ণ হয়' মেনে নিলে শিরক হবে। মহান রাব্বুল আলামিন, সকলকে আসল কোরআন-হাদিসের বুঝ দসন করুন, আমিন!!

সৈয়দ নজরুল হুদা
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৪:৩৩ অপরাহ্ন

পাগলা মসজিদের এই আয় যদি কোরআন হাদিস মত বৈধ হয়ে থাকে তবে তা ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে দেশের অনুন্নত অবহেলিত মসজিদ গুলির উন্নয়নে ব্যয় বরাদ্ধ জায়েজ কিনা তা জেনে সেখানে তা ব্যয় করা উচিত।কারণ দেশের জনগন যখন তাদের দান খয়রাত প্রদানের জন্য আর জায়গা খুজে পায়না তখন সরকারের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জায়গা ক খুজা উচিত। দেশে এত সব মসজিদ মাদ্রাসা থাকতেও সব দান খয়রাত চলে যায় পাগলা মসজিদের সিন্ধুকে। বাকীরা হাহাকারে মরে। আল্লাহ কি পাগলা মসজিদেই থাকে না সব মসজিদেই থকে? বিষয়টা ওয়াজ মাহফিল এমনি সাপ্তাহিক জুম্মার খুতবায় পরিস্কার করা উচিত।

আকাশ
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১:১১ অপরাহ্ন

টাকা গণনা করার সময় সবাইকে মুখে মাস্ক দেয়া জরুরি নাহলে অসুস্থ হয়ে পড়বে।

হেলাল
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৪২ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status