ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

পর্নকাণ্ডে নতুন করে বিপাকে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

আগেই পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। ২০২১ সালে মুম্বই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেপ্তারও করে। অভিযোগ হটশটস নামক একটি অ্যাপে অশ্লীল ভিডিও তৈরি ও বিক্রি করা হত। একাধিক সার্ভার থেকে পর্নগ্রাফি ভিডিও, স্বল্প এবং লম্বা দৈর্ঘ্যের ছবি মিলেছিল। অভিযোগ, মোবাইল অ্যাপের মাধ্যমে এই ধরনের ছবি তৈরি করতেন রাজ। তার পর তা বিক্রি করতেন। বিদেশ পর্যন্ত এই চক্র বিস্তৃত বলেও অভিযোগ উঠেছিল। এই অ্যাপেরই মাথা ছিলেন রাজ কুন্দ্রা। বিষয়টি প্রকাশ্যে আসার পরই গুগল প্লে ও অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়। ওই বছরের সেপ্টেম্বরে তিনি জামিন পান। পর্নগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ। আবারো পর্নগ্রাফিকাণ্ডে বিপাকে পড়েছেন শিল্পা শেট্টির স্বামী। এবার রাজ কুন্দ্রার বাড়িতে হানা দিল ইডি। পর্নগ্রাফি কেলেঙ্কারির সঙ্গে যে আর্থিক তছরুপের অভিযোগ জড়িয়ে রয়েছে, তারই তদন্তে রাজের বাড়িতে শুক্রবার তল্লাশি চালানো হয়েছে। রাজের সহযোগী এবং ঘনিষ্ঠদের বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা।শুক্রবার সাতসকালে রাজ-শিল্পার বাড়িতে হানা দেয় ইডি। মুম্বই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা। বাদ যায়নি রাজ কুন্দ্রা-সহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও। পর্নগ্রাফি কাণ্ডে জামিন পেয়ে গেলেও আর্থিক তছরুপের অভিযোগগুলি নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি ইডির আতশকাচের নীচে ছিলেন বলে খবর। পর্নগ্রাফির পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছে রাজের। যার জেরে স্থাবর-অস্থাবর সব মিলিয়ে রাজ-শিল্পার প্রায় প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এর মধ্যে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোও রয়েছে। যে বাংলো কিনা অভিনেত্রী শিল্পা শেট্টির নামে কেনা। সেই তালিকায় জুহুর পাশাপাশি তারকাদম্পতির পুণের প্রাসাদোপম বাংলোও রয়েছে। রাজ কুন্দ্রার নামে কিছু ইক্যুয়িটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ইডি এর আগে।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status