ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বিএনপি’র দুই নেতার তদবির

আওয়ামী লীগ নেতা বাচ্চুকে আটকের পর ছেড়ে দিলো ডিবি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আওয়ামী লীগ নেতা মাদ্রাসাছাত্র আল আমিন হত্যা মামলার আসামি বাচ্চু মিয়াকে আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে জেলা ডিবি অফিসে প্রভাবশালী দুই বিএনপি নেতার তদবিরে ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আয়েশা আক্তার। আটকের পরই ওসি’র মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এখন তিনি (ওসি) বলছেন, আমি অফিসে ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানতাম না। দারোগা ফারুক মুঠোফোনে বিষয়টি আমাকে জানিয়েছিলেন। আর দারোগা ফারুকে উত্তেজিত হয়ে মুঠোফোন বলেন সব মিথ্যা। এই ধরনের কোন ঘটনা ঘটেনি। 

অনুসন্ধানে, ডিবি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরাইলের মাদ্রাসা ছাত্র আল আমিন নিহতের ঘটনার মামলায় নামীয় ৭২ জনের মধ্যে অরুয়াইল ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবেদ আলীর ছেলে বাচ্চু মিয়া ২৯ নম্বর আসামি। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক থেকে বাচ্চু মিয়া, ৪৬ নম্বর আসামি ধামাউড়ার লাল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪০) ও ৪২ নম্বর আসামি বাদে অরুয়াইলের যুবলীগ নেতা কিরণ আলীর ছেলে ইব্রাহিম মিয়াকে (৫২) আটক করেন ডিবি পুলিশ। ধস্তাধস্তির এক পর্যায়ে দুলাল ও ইব্রাহিমকে ছেড়ে তারা বাচ্চুকে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যান এস আই মো. উমর ফারুকের নেতৃত্বে কয়েকজন ডিবি সদস্য। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই ওসি’র কক্ষে প্রবেশ করেন বিএনপি’র দুই প্রভাবশালী নেতা। তারা বাচ্চুকে ছাড়িয়ে আনতে তদবির শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে বাচ্চুকে ছেড়ে দেন ডিবি। হতাশ হন মামলার বাদী শফি আলী। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমি মাত্র ৪-৫ দিন আগে যোগদান করেছি। আমি অফিসে ছিলাম না। এই বিষয়ে আমি কিছুই জানতাম না। আমাকে এস আই ফারুক মুঠোফোনে জানিয়েছেন, সরাইলের আওয়ামী লীগের পদধারী এক নেতাকে আটক করেছি। আধা ঘণ্টা পর ফারুক সাহেব বললেন- স্যার উনি তো আসামি বাচ্চু না। অন্য আরেক বাচ্চুকে ধরে ফেলেছি। ছেড়ে দিব? আমি এসপি স্যারকে বলেছি- এটা ওই বাচ্চু না। এরপর কী হয়েছে আমি জানি না।

 

পাঠকের মতামত

আওয়ামীলীগকে পূনর্বাসনের ভূমীকায় বিএনপি এস আলমের গাড়ী নিরাপদে সরিয়ে নেওয়া থেকে শুরু আজ পর্যন্ত অব্যাহত আছে।

মিলন আজাদ
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:২৯ অপরাহ্ন

মনে হয় বিএনপির এই দুই নেতা ঘুষ নিয়েছে।

Alamin Amin
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৫ অপরাহ্ন

Bnp র নেত্রিবৃন্দ যদি নিজেদেরকে আওয়ামীলীগের চেয়ে better মনে করে তবে ঐ নেতাদে আইনের হাতে তুলে দেয়া উচিত।

mc
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৫ অপরাহ্ন

বিএনপিতে স্বার্থবাধীরা ভরে গেছে। স্বার্থের জন্য ওরা সবই করতে পারে!

মিজানুর রহমান
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:১০ অপরাহ্ন

পুলিশ সব পারে!

সত্য প্রকাশ
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫৩ অপরাহ্ন

সম্ভবত বিএনপির দুই নেতা গ্রেফতার হাওয়া আওয়ামী লীগ নেতার বিজনেস পার্টনার।

Shahid Uddin
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:১০ অপরাহ্ন

ঐ দুই নেতাকে ধরে ৩৬ জুলাই পূর্ব নির্যাতন করা হোক

আঃ সাত্তার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:০৬ অপরাহ্ন

আওয়ামী লীগকে শেষ করেছে সুবিধাবাদী নেতা কর্মীদের চাঁদাবাজি সহ অসৎ কর্মের কারণে | সুবিধাভোগ ী সেসব নেতারা এখন শেখ হাসিনার পাশে নাই | বিএনপি হাই কমান্ড কি অতীতের এসব বিষয় থেকে নিজেকে শিক্ষা নিবে না ? ইতিমধ্যে বিএনপি'র দুষ্ট প্রকৃতির নেতাকর্মীদের কারণে বিএনপি'র ইমেজ অনেক অনেক কমে গেছে |

Mohiuddin
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:০২ অপরাহ্ন

সুষ্ঠু তদন্তে দোষী সাব্যস্ত হলে ঐ দুই নোতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাই।

আনিস উদ্দিন আহমেদ
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৬ পূর্বাহ্ন

আসলে এই দুই নেতার কেউ তো মারা যায় নাই অন্য দিকে তদবির করে দুই পয়সা কামাই করার সুযোগ হাত ছাড়া করা কি ঠিক হবে তাই আরকি আশাকরি এদের বিষয়ে কেন্দ্রিয় নেতৃত্ব ভেবে দেখবে

কামরু জ্জামান
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৮ পূর্বাহ্ন

এমন সম্প্রীতি থাকা ভাল, এমন বাংলাদেশই চেয়েছিলাম। মাফ করবেন আমাকে, কেন আন্দোলনে গিয়েছিলাম।

TUHIN
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:২৬ পূর্বাহ্ন

বিএনপিকে এতো অত্যচার করল এই আওয়ামী লীগ! তারেকে কোমর ভেঙ্গে দিলে মেরে, বেচারা এখনো সেই ইঞ্জুরি বয়ে বেড়াচ্ছে। খালেদাকে ঘর ছাড়া করল, জেলে নিল,বিনা চিকিৎসায় ১৬ বছর দেশে রাখল আর এমনকি কোকোর মৃত্যুর দিনেও খালেদা গায়েব করে দেবার ষড়যন্ত্র করল! বিএনপির বড় নেতাদের ফাঁসি দিয়ে মিষ্টি খেল! খালেদাকে ঘর ছাড়া করার পর সারাদেশে ওয়ার্ডে ওয়ার্ডে মাইক বাজিয়ে ওয়াকা ওয়াকা গান শুনাল! সেই আওয়ামী লীগ তাদের কাছে এতো প্রিয় ?

চাচা
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪১ পূর্বাহ্ন

বিএনপির ঐ দুই জন কে বহিস্কারের দাবি জানাই।

AA
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:২৫ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status