ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শেখ পরিবারের ৫৬ জনকে এমপি বানিয়েছিলেন হাসিনা: ইঞ্জিনিয়ার আশরাফ

নরসিংদী প্রতিনিধি

(৪ সপ্তাহ আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:৩৪ অপরাহ্ন

mzamin

বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার এক পকেটে ছিল পুলিশ, অন্য পকেটে বিচারপতি। সকল বাহিনীকে পরিণত করেছে পারিবারিক বাহিনীতে। শেখ পরিবারের ৫৬ জনকে সংসদ সদস্য নির্বাচিত করেন হাসিনা। ক্ষমতায় টিকে থাকার জন্য চালানো হয় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন। এতকিছুর পরও ক্ষমতা চিরস্থায়ী হয়নি। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের কারণে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজ বিকেলে নরসিংদীর রায়পুরার মধ্য নগর মাদ্রাসা বাজার মাঠে পাড়াতলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নান্নু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. জসিম উদ্দিনের পরিচালনায় কয়েক হাজার বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে বিভিন্ন এলাকা থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন কর্মীসভাকে।
এ সময় বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া ও সেক্রেটারি আব্দুর রহমান খোকন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারি সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল আলম ,উপজেলা বিএনপির সি:  যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন,উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাখায়াত হোসেন, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহাবুর রহমান, রায়পুরা উপজেলা যুবদল সদস্য সচিব নুর আহাম্মদ চৌধুরী মানিক, রায়পুরা উপজেলা যুবদল সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, জেলা যুবদল কৃষি বিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহবায়ক সাগর মিয়া, যুগ্ম আহবায়ক শাহাজালাল,  রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু, উপজেলা কৃষক দল সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, উপজেলা তাঁতীদল আহবায়ক হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর, উপজেলা মৎস্যজীব দলের আহবায়ক ফিরোজ আল মোজাহিদ, উপজেলা তাঁতীদলের সাবেক সাধারন সম্পাদক বশির আহম্মদ মোল্লা, রায়পুরা পৌরসভা যুবদল যুগ্ম আহবায়ক রাসেল চৌধুরী, রায়পুরা পৌরসভা তাঁতীদল আহবায়ক শহীদুল ইসলাম চাঁন মিয়া, রায়পুরা কলজে শাখা ছাত্রদল আহ্বায়ক টিপু সুলতান, উপজেলা ছাত্রদল নেতা সামসুর রহমান জয়, জেলা জিয়া মঞ্চ সেক্রেটারী দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক খালেকুজ্জামান প্রিন্স, মানিক, পাড়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন জাহাঙ্গীর, জেলা যুবদল নেতা জিয়াউর রহমান, পাড়াতলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ প্রার্থী আবুল হোসেন, পাড়াতলী ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর মাষ্টার,বিএনপি নেতা গাজীউর রহমান, বিএনপি নেতা আব্দুল কাদির, বিএনপি নেতা গোলাপ মিয়া, বিএনপি নেতা মনির হোসেন ময়না মেম্বার, বিএনপি নেতা আবু তাহের, পাড়াতলী ইউনিয়ন যুবদল সভাপতি পদ প্রার্থী মো: স্বপন মাষ্টার ও সেক্রেটারী পদ প্রার্থী মো: সানা উল্লাহ, বিএনপি নেতা শাহ আলম শিশু, বিএনপি নেতা মফিকুল ইসলাম, পাড়াতলী ইউনিয়ন তাতীঁদল সভাপতি তারা মিয়া ও সেক্রেটারী শাহীন আলম, বিএনপি নেতা ইসলাম উদ্দিন,যুবদল নেতা কামরুজ্জামান মোল্লা, যুবদল নেতা আতাউর রহমান ফরাজী  প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status