খেলা
স্কুল হ্যান্ডবলের ফাইনাল আজ
স্পোর্টস রিপোর্টার
১১ নভেম্বর ২০২৪, সোমবারতাসমেরি অনূর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবলের সেমিফাইনাল ও ফাইনাল আজ। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে সকালে শেষ চারে লড়বে বালক ও বালিকা দুই বিভাগের আটটি স্কুল। বালক বিভাগের সেমিফাইনালে খেলবে সানিডেইল ও সেন্ট গ্রেগরি হাইস্কুল এবং নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ও নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। অন্যদিকে বালিকা বিভাগের সেমিফাইনালে খেলবে ভিকারুননিসা নুন স্কুল ও শহীদ বীরউত্তম লে. আনোয়ার কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ও সানিডেইল। বিকালে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন দাবার আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত
৫
তিন ক্রিকেটারের ‘স্ট্যাটাস’/ ফের অভ্যন্তরীণ কোন্দলের বার্তা!
৮