অনলাইন
জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের কর্মসূচি ঘোষণা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
এর আগে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দল কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশও জানিয়েছে, আওয়ামী লীগের নামে কেউ কর্মসূচি পালনের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ফ্যাসিবাদী থাকলে ধরো, আয়না ঘরে জড়ো করো। এই হাসিনা রক্ত চাই, দেশ অস্থির করছে তাই।
sara Bangladesh thekei soirachari sek Hasinar Dol-k chirotore Utkhat korte hobe.
Ai deshe soirachari Hasina jeno R kokhonoi fire aste na pare.
ভালো সিদ্ধান্ত।
ভালো সিদ্ধান্ত।
ছাত্র জনতা আওয়ামী ধর, আমরা আছি তোমার সাথে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিসিদ্ব করা হোক। হাজার হাজার মানুষ খুন ঘুম গনহত্যা চালিয়ে আবার গণসমাবেশের দ:সাহস দেখায়?