খেলা
‘টাই’ হওয়া সদস্যপদের পুনঃনির্বাচন আগামী ৩০শে নভেম্বর
স্পোর্টস রিপোর্টার
১০ নভেম্বর ২০২৪, রবিবারগত ২৬শে অক্টোবর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। এ নির্বাচনে প্রথমবার সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন আগের কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করা ইমরুল হাসান। এছাড়া সহ-সভাপতি হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন নাসের শাহরিয়ার জামান জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম চৌধুরী। এছাড়া ১৫টি সদস্যপদে লড়াই করে নির্বাচিত হন ১৪ জন। মোহাম্মদ একলাস উদ্দিন ও মোহাম্মদ সাইফুর রহমান মনি সমান ৬১টি করে ভোট পাওয়ায় ঝুলে থাকে একটি পদের প্রার্থী বাছাই। এই দুজনের মধ্যে থেকে একজনকে বাছাই করতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০শে নভেম্বর। গতকাল বাফুফের নব-নির্বাচিত মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু বলেন, ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ফেডারেশনে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ সাইফুল ইসলাম মনি। জাতীয় দলের সাবেক এই ফুটবলার কোচিং পেশায় যুক্ত আছেন দীর্ঘদিন। এর পাশাপাশি দ্বিতীয়বারের মতো এবার বাফুফে নির্বাচনে অংশ নিয়েছেন মনি। আগের দুই ভোটের কারণে সদস্য নির্বাচিত হতে না পারা মনি এবার চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ একলাস উদ্দিনের সঙ্গে ৬১ ভোট পেয়ে যৌথভাবে ১৫তম হয়েছেন। আগামী ৩০ নভেম্বর ভোটের মাধ্যমে একজনকে বাফুফে পাঠাবেন ডেলিগেটরা। গত বছর মার্চে চুয়াডাঙ্গা ডিএফএর দায়িত্ব নেয়া এখলাস আশাবাদী জয়ের ব্যাপারে। তিনি বলেন, আগামী ২৬শে অক্টোবর রাতে নির্বাচনের ফলাফল জানার পরেই আমি আবার নির্বাচন শুরু করেছি। আমি প্রতিদিন সম্মানিত ডেলিগেটদের সঙ্গে যোগাযোগ করছি। আমার বিশ্বাস তাারা আমাকে বিমুখ করবে না।’ ২০২৩ সালের মার্চে চুয়াডাঙ্গা জেলার ফুটবলের দায়িত্ব নেন একলাস। দায়িত্ব নিয়েই ১০ বছর বন্ধ থাকা লীগ মাঠে গড়িয়েছেন। এবারও ডিসেম্বরে লীগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তরুণ এই সংগঠক। তৃণমূলের ফুটবল ছড়িয়ে দিতে নিজ জেলায় একাডেমি কাপ আয়োজনের কথা ভাবছেন একলাস।