ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

ট্রাম্পকে হত্যার তৃতীয় প্রচেষ্টা? অভিযোগ ইরানের দিকে

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৯ অপরাহ্ন

mzamin

ডনাল্ড  ট্রাম্পকে খুনের তৃতীয় চক্রান্ত ফাঁস! গত ৭ অক্টোবর ট্রাম্পের ওপর হামলার ছক কষা হয়েছিল। এমনটাই দাবি মার্কিন প্রশাসনের। অভিযোগের তীর  ইরানের রিভোলিউশনারি গার্ড (আইআরজিসি)- এর দিকে। আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছন এই রিপাবলিকান নেতা। ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ইরানের রিভোলিউশনারি  গার্ডের অজ্ঞাতনামা এক কর্মকর্তা গত সেপ্টেম্বরে ট্রাম্পের ওপর নজরদারি চালানোর দায়িত্ব দেন ফারহাদ শাকেরিকে। শুধু তাই নয়, সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা করতেও বলেছিলেন। বলে দিয়েছিলেন, সুযোগ মতো ট্রাম্পকে হত্যা করতে হবে। সেই মতো ফারহাদ শাকেরি ট্রাম্পের ওপর নজরদারি চালান। তবে হত্যার পরিকল্পনা করতে পারেননি। ফারহাদ শাকেরিকে গ্রেপ্তার করা  হয়েছে এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। তাকে জেরা করেই এই তথ্য জানা গিয়েছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের ।

আইআরজিসির বেঁধে দেওয়া সময় অর্থাৎ ৭ অক্টোবরের মধ্যে তার পক্ষে হামলা চালানো সম্ভব ছিল না বলেই জানিয়েছে অভিযুক্ত ৫১ বছরের শাকেরি। এই শাকেরিকে ‘বড় সম্পদ’ বলে উল্লেখ করছে মার্কিন প্রশাসন। কারণ তাকে জেরা করে আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়ে বলেছেন যে, অভিযোগগুলি প্রমাণ করে যে, ইরান মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করে চলেছে, যার মধ্যে ট্রাম্প, অন্যান্য নেতা এবং সরকারী কর্মকর্তারা আছেন যারা ইরানের শাসনের সমালোচনা করেন।'

তিনি বলেন, ‘আইআরজিসি অপরাধীদের এবং আঘাতকারীদের সাথে ষড়যন্ত্র করছে মার্কিন মাটিতে আমেরিকানদের লক্ষ্যবস্তু করার  জন্য। এটি সহ্য করা হবে না।’ 

বিবৃতিতে বলা হয়েছে যে শাকেরি শৈশবে মার্কিন যুক্তরাষ্ট্রে  ছিলেন এবং একটি ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে ২০০৮ সালের দিকে তাকে নির্বাসিত করা হয়েছিল। প্রসিকিউটররা বিশ্বাস করেন তারপর থেকে  শাকেরি  ইরানেই  রয়েছেন। শাকেরিকে ফৌজদারি অভিযোগের নথিতে একজন আফগান নাগরিক হিসাবে চিহ্নিত করা হয়েছে। নিউইয়র্কের দুই বাসিন্দা- কার্লাইল রিভেরা এবং জোনাথন লোডহোল্ট -কেও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এক বিবৃতিতে বলেছেন যে, ‘প্রাক্তন বা বর্তমান আমেরিকান কর্মকর্তাদের লক্ষ্য করে  হত্যা প্রচেষ্টায় ইরান জড়িত নয়।’ চলতি বছরের জুলাইয়ে পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার ছিল রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের। সেখানেই তার ওপর হামলা চালানো হয়। কান ঘেঁষে বেরিয়ে যায় আততায়ীর গুলি। কপালজোরে রক্ষা পান বর্ষীয়ান রাজনীতিক। এর তিন মাস পরে ফ্লোরিডার গল্ফ ক্লাবে দ্বিতীয়বার ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়।  যদিও সেবার তিনি  আহত হননি।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

যত দোষ নন্দ ঘোষ........

Towhidul HASSAN
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৫:৫৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status