ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

সিলেটে সেঞ্চুরি মার্শালের সাগরপাড়ে অপেক্ষায় অঙ্কন

স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবারmzamin

ফলোঅনে পড়ে আবার ব্যাটিংয়ে নামার পর ৬৪ রানে পড়ে ২ উইকেট। এরপর মার্শাল আইয়ুব নামার কিছুক্ষণ পর বিদায় নেন আইচ মোল্লাও। এরপর একপ্রান্তে দাঁড়িয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে ঢাকা মেট্রোকে নিরাপদে নিয়ে যান মার্শাল। একই দিনে কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে ৯৯ রানে দাঁড়িয়ে মাহিদুল ইসলাম অঙ্কন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তৃতীয় দিনে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। এরপর হাল ধরেন মার্শাল আইয়ুব। প্রথমে আইচ মোল্লার সঙ্গে ৩৫ ও এরপর শামসুর রহমান শুভর সঙ্গে গড়েন ৬৭ রানের জুটি। আর শেষে আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন। এর মাঝে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬তম সেঞ্চুরি, যেখানে আছে ১৫ চার ও ১ ছক্কায়। দিন শেষে মার্শাল ১৩০ আর বিপ্ল অপরাজিত ৪৮ রানে। চলতি আসরে প্রথম রাউন্ডে সেঞ্চুরি করেছিলেন মার্শাল। তিন রাউন্ডে তার সেঞ্চুরি হলো দুইটা। মার্শালের দৃঢ়তায় ঢাকা মেট্রো ৪ উইকেটে ২৯৭ রান তুলে দিন শেষ করে। তাদের লিড দাঁড়িয়েছে ১৩১ রান।
দিনের আরেক খেলায় কক্সবাজারের একাডেমি মাঠে চট্টগ্রামের করা ৩৭১ রানের জবাবে ঢাকা বিভাগ ৪ উইকেটে ২৮১ রান তুলেছে। এখানও তারা ৯০ রানে পিছিয়ে। তৃতীয় দিন শেষে ১ রানের অপেক্ষায় আছেন ঢাকা বিভাগের মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হওয়া এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া ৩৮ রানে অপরাজিত আছেন তাইবুর রহমান। এর আগে আশিকুর রহমান শিবলি ৫২ ও জয়রাজ শেখ ৭৪ রান করেন। একই দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ শেষ দিনে অপেক্ষা করে রোমাঞ্চকর কিছু। জয়ের জন্য শেষদিনে সিলেটের প্রয়োজন ১৩৯ রান, আর রংপুরের চাই ৮ উইকেট। গতকাল চতুর্থ ইনিংসে ১৯০ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৫১ রান তুলে দিন শেষ করেছে সিলেট। পিনাক ঘোষ ২৮ ও রেজাউর রহমান রাজা ১ রানে অপরাজিত আছেন। এর আগে দ্বিতীয় ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায় রংপুর বিভাগ । লেট অর্ডারে তানভীর হায়দার ৭২ ও নবীন ইসলাম ৬৩ রান করে দলকে সম্মানজনক স্কোর এনে দেন। সিলেটের হয়ে ৩টি করে উইকেট নেন তোফায়েল আহেমদ ও রাহাতুল ফেরদৌস। 
অন্যদিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল ও রাজশাহী বিভাগের ম্যাচ এগোচ্ছে ড্র এর দিকে। 
কক্সবাজারের মূল মাঠে নিষ্প্রাণ ড্রয়ের পথে এগোচ্ছে । বরিশালের ২০৫ রানের জবাবে রাজশাহী প্রথম ইনিংসে ২৭৫ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন প্রীতম কুমার। এছাড়া শেষদিকে ৩৩ ও ওয়াসি সিদ্দিকী ৩৪ রান করলে লিড নিতে পারে তারা। ৭০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বরিশাল বিনা উইকেটে ১০ রানে দিন শেষ করে।
 

পাঠকের মতামত

মার্শাল খেলে দারুন এবং অত্যন্ত ভদ্র ছেলে। উনার ফোন নাম্বারটা যদি কারও কাছে থাকে দিলে খুবই উপকৃত হতাম।

আমিনুল
৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:২১ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status