ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

উখিয়ায় ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৩ নভেম্বর ২০২৪, রবিবার

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে সরকারি বিধিনিষেধ অমান্য করে যত্রতত্র হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। প্রভাবশালী সিন্ডিকেট প্রকাশ্যে খালে ড্রেজার মেশিন বসিয়ে এ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
অনুসন্ধানে জানা যায়, কোনো কিছুর তোয়াক্কা না করে দুইটি খাল থেকে ইজারাবিহীন বালি উত্তোলন করছে প্রভাবশালীরা। রয়েছ একাধিক শক্তিশালী সিন্ডিকেট। মামলা জরিমানা কিছুই দমাতে পারছে না এসব প্রভাবশালীদের। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খালের তীব্র ভাঙনের পাশাপাশি পরিবেশ ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত। অবৈধভাবে বালি উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাধারণ জনগণ।
সরজমিন দেখা যায়, উপজেলার পালংখালী ইউনিয়নে ২টি বৃহৎ বালুমহাল রয়েছে। তারমধ্যে পালংখালী খালের বালুমহাল ও বালুখালী খালের বালিমহাল অন্যতম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনি জটিলতার কারণে পালংখালী ইউনিয়নের খালের বালুমহালটি সরকারিভাবে নিলাম বা ইজারা বন্ধ রয়েছে। ইজারা বন্ধ থাকার কারণে বেআইনিভাবে কোনো খাল থেকে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদের নেতৃত্বে বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ বালু জব্দ করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। ইতিমধ্যে একাধিকবার অভিযান পরিচালনা করে বিভিন্ন সরঞ্জাম ও বালু জব্দ করা হয়েছে। এমনকি পরিবেশ ধ্বংসকারীর বিরুদ্ধে বিভাগীয়ভাবে মামলাও দায়ের করেছে বনবিভাগ।
স্থানীয়রা জানান, পালংখালীতে খালে ৪টি ড্রেজার মেশিন বসিয়ে দিবারাত্রি বালু উত্তোলন করা হচ্ছে। সরকারি বিধিনিষেধ অমান্য করে যত্রতত্রভাবে বালু উত্তোলনের ফলে পালংখালী খালে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গ্রামবাসীর মতে আগামী বর্ষা মৌসমে পালংখালী খালের দুইদিকের বেড়িবাঁধ বিলীন হয়ে বন্যায় পালংখালী তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পালংখালী খালের ভাঙন রোধে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবেশবাদীরা।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status