খেলা
আফগানিস্তান সিরিজেও নেই সাকিব
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
.jpeg)
আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলবেন না সাকিব আল হাসান। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে তিনি। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই তথ্য জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
চট্টগ্রামে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘সাকিব সম্ভবত পরবর্তী সিরিজ (আফগানিস্তানের বিপক্ষে) মিস করতে পারেন কারণ তিনি কিছু সময়ের জন্য অনুশীলনের বাইরে রয়েছেন এবং সম্ভবত তার আবার দলবদ্ধ হতে কিছুটা সময় লাগবে। সবকিছু বিবেচনায় নিলে মনে হচ্ছে তিনি আফগানিস্তান সিরিজ মিস করবেন।’
পাঠকের মতামত
M D Sujon, You best field is politics, not Sports.So better stay away from sports
থাকার দরকার বা কী?যে দেশে সাকিব নাই তারা জিতে না!!!