অনলাইন
ভারতে পালাতে গিয়ে সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার আটক
অনলাইন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৯:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৯ পূর্বাহ্ন
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে জাতীয় সংসদ সচিবালয়ের সদ্য সাবেক যুগ্মসচিব এ. এ. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা কসবার পুটিয়া সীমান্ত থেকে তাকে আটক করে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদার অবৈধভাবে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পাশের দেশ ভারতে স্বচ্ছ গণতন্ত্র নাই । সেখানেও ইদানিং নির্বাচনে পেশিশক্তি ব্যবহার হয় । তবু নূন্যতম গণতন্ত্র আছে বলেই ভারতে সরকার পরিবর্তন হলে পরাজিত দলের নেতাদের ও আমলাদের দেশ থেকে পলায়ন করতে হয় না। আমরা কোন পর্যায়ে ছিলাম - এই পলায়নপর প্রচেষ্টা তা প্রমাণ করে ।
সৈরাচার এর প্রেতাত্মা / সহযোগী সকল স্তর এ ছিল। প্রেতাত্মা ও সহযোগী দেরকে অপসারণ করতে হবে এবং ছাত্র জনতা হত্যাকারী ও সহযোগী দেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
চুনোপুটি