বাংলারজমিন
মেহেরপুরে দুই নারীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
মেহেরপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, রবিবারমেহেরপুরের গাংনীতে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শানঘাট গ্রামের দাড়িপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ওহিদুল ইসলাম মহিবুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন দুপুর দেড়টার দিকে জেলা শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী স্কুল শিক্ষিকা আসমাইল হোসেন জাকিয়া ওরফে ইলমা (৪৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বোয়ালমারী গ্রামের হাফিজ উদ্দীনের স্ত্রী জোসনা খাতুন (৫০)। গ্রেপ্তারকৃত মহিবুল মৃত আজিত ফরাজীর ছেলে। আপন বোন ও ভাবিকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, শানঘাট গ্রামের মৃত আজিত ফরাজীর রেখে যাওয়া সম্পত্তি রয়েছে। এ সম্পত্তি নিয়ে তার ছোট ছেলে গ্রেপ্তারকৃত ওহিদুল ইসলাম ওরফে মহিবুল ও মেজো ভাই জাহিদ হোসেন, তাদের বোন জোসনা খাতুনের সঙ্গে বেশ কয়েক বছর মামলা চলছিল। শনিবার মামলাকৃত জমির পুকুরে জাহিদ, তার স্ত্রী জাকিয়া ইলমা, জোসনাসহ বেশ কয়েকজন পোনা মাছ ছাড়ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওহিদুল দেশীয় অস্ত্র দিয়ে তাদের কোপাতে থাকে। এ সময় জাকিয়া ও জোসনা ঘটনাস্থলেই মারা যান। জাহিদ ও শামীমা খাতুন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এরপর গোপন সূত্রে খবর পাই ওহিদুল মেহেরপুর শহরের একটি বাড়িতে আত্মগোপনে আছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হত্যাকাণ্ডের সময় প্রতিপক্ষরা প্রতিরোধ করার সময় সেও আহত হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।