অনলাইন
বৈরুতে ইসরাইলের বিমান হামলা, নিহত ২২
অনলাইন ডেস্ক
(৮ মাস আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
বিবিসির সাংবাদিকরা রাজধানীর ছোট শিয়া অধ্যুষিত বাচৌরায় হামলার স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। ঘটনাস্থলে উদ্ধারকারীদের কার্যক্রম চালাতে দেখা গেছে।
আহতদের উদ্ধার করে আমেরিকান ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয়েছে।
অসমর্থিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শ্যালক ওয়াফিক সাফা নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
বাচৌরার ঘনবসতিপূর্ণ এলাকা নভেইরি ও বাস্তার আবাসিক ভবনগুলোতে এ হামলা চালানো হয়।