বাংলারজমিন
মেহেরপুরে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
মেহেরপুর প্রতিনিধি
৬ অক্টোবর ২০২৪, রবিবার
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের উলুগাড়ির মাঠে ৩ বিঘা জমির কলার কাঁধি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ৩ বিঘা জমির ৯ শতাধিক কলার কাঁধি কেটে নষ্ট করে।
জানা গেছে, সদর উপজেলা রায়পুর গ্রামের বাহাদুর শেখের ছেলে মুস্তাকিম আলী ফকির ৩শ’ তিন বিঘা জমিতে কলার গাছ লাগান। এর মধ্যে দুই বিঘা জমির কলা ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করার কথা হয় ব্যবসায়ীদের সঙ্গে। তার পাশেই আরও একটি জমিতে এক বিঘা জমির কলার গাছ রয়েছে। ওই জমির কলাগুলো পরিপুষ্ট হয়েছে। এরই মাঝে রাতের আঁধারে দুর্বৃত্তরা ৯ শতাধিক কলা গাছের কাঁধি কেটে নিয়ে যায়। সরজমিন দেখা গেছে, জমি জুড়ে টুকরো টুকরো কলার কাঁধ পড়ে রয়েছে। কলাচাষি মুস্তাকিম জানান, গত ১০ই আগস্ট খন্দকারপাড়া বিলের মাঠে একই কায়দায় আরও একটি জমিতে কলার কাঁধি কেটে নষ্ট করে। মাত্র দেড় মাসের ব্যবধানে ৩ বিঘা জমিতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মুস্তাকিম আলী ফকির জানান। এদিকে মাঠে ফসল কেটে নষ্ট করার ঘটনায় মেহেরপুরের চাষিদের মাঝে দুশ্চিন্তা বিরাজ করছে। মেহেরপুর সদর থানা সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত চাষি এ বিষয়ে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।