ঢাকা, ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

যুদ্ধের মাঝেই বিয়ে! জেরুজালেমের ভূগর্ভস্থ বাঙ্কারে শ্যাম্পেন হাতে নাচলেন নবদম্পতি

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৬ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্রিস্টিরা এবং শন গিবসন। দুজনেই ক্যাথলিক। ঠিক করেন, পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে বিয়ে করবেন। সেই মতো কলোরাডো থেকে উড়ে আসেন জেরুজালেমে। ওঠেন হোটেলে। কিন্তু বিয়ের কিছুক্ষণ আগেই হামলা চালায় ইরান। অগত্যা বাঙ্কারেই আংটি বদল। শুধু আংটি বদলটা সারতে পেরেছিলেন ওই দম্পতি। বিয়ের বাকি আচার পালন তখনও বাকি ছিল। চার পাশে তখন কান ফাটিয়ে বাজছে সাইরেন। যে যার মতো ছুটে পালাতে থাকেন। বাকি সকলের সঙ্গে ওই দম্পতিও আশ্রয় নেন জেরুজালেমের এক বাঙ্কারে। তার পর সেখানেই একে অপরের হাত ধরে বিয়ের পোশাক পরে নাচ করেন নতুন বর-কনে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর ক্যাপশনে লেখা , ‘আমাদের আনন্দে ভাগ বসানোর ক্ষমতা নেই।’ নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও। দুইদিনের মধ্যে ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। ইরানের ভয়াবহ মিসাইল হামলাকে উপেক্ষা করে, প্রেমের উদযাপনকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। ক্রিস্টিরা ও গিবসন লা রিপাবলিকা-কে বলেন, ‘এক বছর আগেই আমাদের জেরুজালেম আসার কথা ছিল। তারপর ৭ অক্টোবর এলো। আমরাও বিয়ে পিছিয়ে দিলাম।’ নবদম্পতি যখন এই কথা বলছেন, আশপাশ থেকে তখন ইজরাইলের আয়রন ডোমের ইরানের মিসাইল প্রতিহত করার শোঁ শোঁ শব্দ ভেসে আসছে। গিবসন সেদিকে আঙুল তুলে বলেন, ‘শুনতে পাচ্ছেন? আমাদের বিয়ে স্মরণীয় হয়ে থাকল।’ এই ভিডিও দেখে এক সমাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুঃসময়ে এমন একটা সুন্দর গল্প উঠে আসছে দেখে ভাল লাগছে। এই ধরনের আরও কিছু গল্প আমাদের তুলে ধরা উচিত, যাতে এই ভারসাম্যহীন জগতে ভারসাম্য রক্ষা করা যায়।’ অন্য এক জন লিখেছেন, ‘বাকি জীবন এই মুহূর্তটা ভুলতে পারবেন না ওঁরা।’
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

পাঠকের মতামত

সংবাদ মাধ্যম "টাইমস অব ইন্ডিয়া" র উচিত ইসরায়েলের সমস্ত অনাচার ও বর্বরতার খবর স্পষ্ট তুলে ধরা। দখলদার ও গণহত্যাকারী ইসরায়েলের উপর বৈধ চাপ প্রয়োগ করা।

মোঃ মাহফুজুর রহমান
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:০০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

মার্কিন নির্বাচন: ইলেকটোরাল কলেজ ভোট/ ট্রাম্প ২৭৭, কমালা ২২৬

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status