বাংলারজমিন
মোংলায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৪, শুক্রবারবাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়াসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ভোরে বিশেষ অভিযান চালিয়ে মোংলা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ। মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, বাবুল হাওলাদারের দায়েরকৃত চাঁদাবাজি ও মারামারির মামলার আসামি এসব আওয়ামী লীগ নেতাকর্মীকে গতকাল ভোরে আটক করে যৌথবাহিনী। তাদেরকে গতকাল দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।