ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

আশুলিয়ায় সংঘর্ষ প্রসঙ্গে উপদেষ্টা

‘গুজব ছড়ানোর মাধ্যমে’ ঘটনার সূত্রপাত হয়

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৪:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

‘গুজব ছড়ানোর মাধ্যমে’ আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘গুজবের ভিত্তিতে গতকাল (সোমবার) ঘটনার সূত্রপাত হয়। আইন শৃঙ্খলাবাহিনী একজনকে ধর্ষণ করেছে এবং দুইজনকে খুন করে মৃতদেহ ফেলে রেখেছে-কারখানাগুলোতে এমন গুজব ছড়ানো হয়েছিল।’

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সার্বিক আইন পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘এই গুজব ছড়ানোর মাধ্যমে কারখানাগুলো থেকে শ্রমিকদের নামিয়ে আনা হয়েছিল। এরপর শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। তখনও আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরিচয় দেয়।’

অনুপ্রবেশকারীরা প্রথমে গুলি ছুড়ে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শ্রমিকদের মধ্য থেকে কেউ একজন অনুপ্রবেশকারী প্রথমে গুলি ছুড়ে। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতর থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল। সেখান থেকেই গোলাগুলির সূত্রপাত হয়। এতে আমাদের একজন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত ৭ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।’

উল্লেখ্য, গতকাল সোমবার আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক পোশাকশ্রমিক নিহত হন। পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

পাঠকের মতামত

এই সরকার কে অস্থিতিশীল করার জন্য হাসিনার দোসর রা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে। গার্মেন্টস শিল্প কে তারা মেইন টার্গেট করেছে।

রহমান
২ অক্টোবর ২০২৪, বুধবার, ৩:৩৯ অপরাহ্ন

স্বৈরাচারের প্রেতাত্মারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করছে।

salim mridha
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৫:৩৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status