অনলাইন
দেশে ফেরার সময় শাহজালালে সুলতান মনসুর আটক
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ অপরাহ্ন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। সোমবার ভোরে কানাডা থেকে দেশের ফেরার সময় তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করবো।’
এদিকে পারিবারিক সূত্র জানিয়েছে, সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।
উল্লেখ্য, ১৯৮৬ সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মনসুর বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন তিনি।
Eta onnay.
এই লোক রাজনীতিতে মহা বেঈমান না হয় ২০১৮তে বিএনপির টিকেটে এমপি নির্বাচিত হয়ে কিভাবে পারলো বিএনপির বিরুদ্ধে যেতে !??
এই পত্রিকা কি বর্তমানে ফ্যাসিবাদের পক্ষে কাজ করে ? তা না হলে একটা মামতও কেন প্রকাশিত হয় না ?
আমার মতামত এখনো আসছে না কেন??
শুধু মাত্র রাজনৈতিক বিবেচনায় সুলতান মনসুর কে গ্রেফতার করা হয়েছে। সচ্চ রাজনীতির অধিকারী সুলতান মনসুর'কে দূর্নীতি স্পর্শ করতে পারে নি। অতএব এ-ই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি অনতিবিলম্ভে মুক্তির দাবি করছি।
এখন বুঝা যাচ্ছে অদৃশ্য কালো থাবা কাজ করছে। কারণ সুলতান মনসুর আগে পিছে নাই তারপরেও!!!
সুলতান মুনসুর কে আটক করা বে আইনী তিনি কোন কিছুর সাথে জড়িত নয়।
এটা কি গ্রেফতার বানিজ্য? নাকি অন্য কিছু? সুনির্দিষ্ট কারণ ছাড়া এ-ই ভাবে আটক করা কোনো ভালো লক্ষণ মনে হচ্ছে না।
শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে আটক করা হাসিনার সরকার আমলের গ্রেফতার রীতির পুনরাবৃত্তি মনে হচ্ছে । তা কি গ্রেফতার বাণিজ্য ? পুলিশ বদলালো কোথায় ?: তারা না চায় জনগণের পুলিশ হতে । এটি তো সে লক্ষণ মনে হচ্ছে না ।