বাংলারজমিন
তারাকান্দায় টিসিবি ডিলারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবারময়মনসিংহের তারাকান্দায় টিসিবি ডিলারের বিরুদ্ধে পণ্য বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সঠিক তদারকি না থাকায় টিসিবি ডিলাররা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের যোগসাজশে পণ্য বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করছেন। এ ব্যাপারে একাধিক ডিলার জানান, কার্ডধারী সুবিধাভোগীরা অনেক সময় চাল না নিয়ে সয়াবিন ও মসুর ডাল নিয়ে চলে যাচ্ছেন।
অপর দিকে কার্ডধারীরা জানান, সকাল ৯টায় ডিলারের দোকান খোলার নিয়ম খাকলেও নিয়ম-নীতির তোয়াক্কা না করে ডিলাররা ১১/১২টায় পণ্য বিক্রি শুরু করেন। এ সময়েও চাল দোকানে না আসায় কার্ডধারীরা অপেক্ষায় না থেকে চাল ছাড়াই পণ্য ক্রয় করছেন। খোলা বাজারে চালের মূল্য বেশি থাকায় ডিলাররা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের যোগসাজশে কালোবাজারীদের নিকট উচ্চ মূল্যে চাল বিক্রি করছেন। বৃহস্পতি ও শুক্রবার উপজেলার রামপুর ইউনিয়নের ৩টি স্পটে টিসিবি পণ্য ডিলাররা বিক্রি করলেও বাট্টাবাজার স্পটে চাল ছাড়াই কার্ডধারীরা পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। শুক্রবার চাড়িয়া বাজার স্পটে ২০ জন কার্ডধারী পণ্য পাননি। এ বিষয়ে ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১৮ জন কার্ডধারী পণ্য কম পেয়েছেন। গালাগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল খায়ের জানান, সেপ্টেম্বর মাসের টিসিবি পণ্য বিক্রি হলেও গালাগাঁও স্পটে ৬৫ টিসিবি কার্ডধারী পণ্য পায়নি।
একাধিক ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, চালের ডিলাররা সঠিক সময়ে সটিক পরিমাণ চাল টিসিবি দোকানে না পৌঁচ্ছানোয় চালের মাঝে বেশি দুর্নীতি হচ্ছে। চালের ডিলারদের সঙ্গে উপজেলা ফুড অফিসারের যোগসাজশে চালে অনিয়ম হচ্ছে। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাইদুর রহমান খান বলেন, ডিলাররা ডিও নিয়ে গুদাম থেকে চাল উত্তোলন করে টিসিবি ডিলারদের কাছে হস্তান্তর করে থাকেন।