বাংলারজমিন
পার্বতীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা স্বামী পলাতক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবারদিনাজপুরের পার্বতীপুরে উম্মে তাহমিনা রিনি (৩৩) নামে এক গৃহবধূকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। গতকাল সকাল ৭টার দিকে পৌরসভার গুলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা রংপুরের হাজীরহাট থানার পূর্ব অবিরাম (বামনটারি) গ্রামের মৃত তাহের হোসেনের কন্যা। ঘাতক আসাদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলপাড়া মহল্লার মৃত গোলাম মোস্তফার বাড়িতে আসাদ ও তাহমিনা দম্পতি ১৫ দিন আগে ভাড়াটিয়া হিসেবে একটি রুম ভাড়া নেয়। আসাদ আলী স্থানীয় এনজিও গ্রাম বিকাশ কেন্দ্রে চাকরি করে। ধারণা করা হচ্ছে, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটির একপর্যায়ে আসাদ আলী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তাকে বিছানায় শুয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। এ সময় বাসার মালিকের স্ত্রী লিলি বেগম রিনির কথা জিজ্ঞাসা করলে আসাদ জানায়, ‘রিনি ঘুমাচ্ছে। তাকে ডিস্টার্ব করবেন না। সে পরে উঠবে’। এদিকে, অনেক বেলা হলেও রিনি ঘর থেকে বের না হওয়ায় বাসার লোকের সন্দেহ হয়। তারা ঘরে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া পায়নি। খবর পেয়ে পার্বতীপুর জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠায়। এ বিষয়ে জিআরপি থানার ওসি জানান, নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আপাতত থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে ব্যবস্থা নেয়া হবে।