ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম ব্যক্তির নিজের সংস্কার প্রয়োজন: ড. মাসুদ

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৪:৫০ অপরাহ্ন

mzamin

রাষ্ট্র সংস্কারের জন্য আগে মানুষ হিসেবে নাগরিক হিসেবে নিজের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার রাজধানীর হাজারীবাগ পূর্ব থানা জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীলদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, জামায়াত আন্দোলন করে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। একটি চক্র রয়েছে, যারা প্রচার করে জামায়াত ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে। তাদের ঐ অপপ্রচারের চ্যালেঞ্জ দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জঙ্গি মুক্ত বাংলাদেশ হবে।

ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর সাহায্য ও বিজয় উল্লেখ করে তিনি বলেন, আজকে মানুষ জামায়াতের দিকে ছুঁটছে দেখে অনেকেই হতাশায় ভুগছে। জামায়াত মনে করে এখন মহাসমাবেশ করার সময় নয়, এখন ছাত্র-আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহত ভাই-বোনদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ-খবর রাখতে হবে। আর জামায়াত সেটাই করছে।

দক্ষিণের শুরা সদস্য ও হাজারীবাগ পূর্ব থানা আমীর শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসান আল বান্না’র পরিচালনায় সম্মেলনে দক্ষিণের কর্মপরিষদ সদস্য প্রফেসর নুর নবী মানিক, সহকারী পরিচালক শরিফ উদ্দিন, আবদুর রহমান, মজলিসে শুরা সদস্য আবদুল বারী আকন্দ, আশরাফুল ইসলাম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সান্টু, ইঞ্জিনিয়ার এনামুল হক, মো. ইউসুফ খান, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফয়সাল, আশিকুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত

সহমত

Abdul Matin
১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:০০ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status