খেলা
জাতীয় ক্রিকেট লীগ ‘পিকনিক’ ছিল না, হবেও না
স্পোর্টস রিপোর্টার
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে বেশ কয়েক বছর ধরে উঠছে প্রশ্ন। বিশেষ করে চার দিনের জাতীয় ক্রিকেট লীগের (এসসিএল) গায়ে ‘পিকনিক’ আসরের তকমা লেগে যায়। ক্রিকেটার, ক্রিকেট বোদ্ধারা প্রায় এ নিয়ে এমন মন্তব্য করেছেন। বিসিবিতে পরিবর্তনের পর এ মাসেই মাঠে গড়াচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেট আসর এনসিএল। এবার দু’টি ফরম্যাটে এই লীগ হবে। শুরুতে চারদিনের পরে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারও কি এনসিএল প্রশ্নবিদ্ধ হবে? আবারো কি সমালোচকদের মুখে শুনতে হবে পিকনিক লীগ! তবে জাতীয় দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক তা মানতে নারাজ। তিনি বলেন, জাতীয় ক্রিকেট লীগ কখনো পিকনিক ছিল না আর সামনেও তা হবে না। যারা এমনটি বলেন বা মনে করেন তাদেরকে মাঠে এসে খেলা দেখার আহবান জানিয়েছেন তিনি। রাজ্জাক বলেন, ‘আমি জাতীয় দল থেকে বাদ পড়ার পর ছয় বছর নিয়মিত এনসিএল খেলেছি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট হয় এনসিএলে। যারা নাকি এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। প্রায়ই শুনি যে পিকনিক গেম হচ্ছে। এনসিএলের সঙ্গে আমি সরাসরি যুক্ত তাই আমি জানি এখানে পিকনিক খেলা হয় না কী খেলা হয়। আমি আমন্ত্রণ জানাবো যেন মাঠে গিয়ে খেলাটা কেমন হচ্ছে তা সংবাদমাধ্যম গুলোও দেখে আসে।’
গতকাল বিসিবিতে জাতীয় লীগের দলগুলোর সঙ্গে লম্বা আলোচনা হয় নির্বাচকদের। সেখান থেকে বের হয়ে কী বিষয়ে কথা হলো তা নিয়ে বিস্তারিত তুলে ধরেন রাজ্জাক। তিনি বলেন, ‘মূলত জাতীয় লীগের জন্য ৩০ সদস্যের প্রাথমিক যে দলটা হয়, সেটা থেকে অধিনায়ক ও কোচকে ডেকে তাদের সঙ্গে কথা বলে ফিটনেস ক্যাম্পের জন্য ওইটা থেকেও আমরা আরও কিছু কমাই। ধরেন ২০-২৫ জনের মধ্যে রাখার চেষ্টা করি। কোচদের সুবিধা হয় তাতে অনুশীলনের ক্ষেত্রে। এসব নিয়েই মূলত আজ (গতকাল) আমরা বৈঠকে বসেছিলাম।’ এবার এনসিএল হচ্ছে দুটি ফরম্যাটে। টি-টোয়েন্টি আগে নাকি চারদিনের লীগ তা নিয়ে রজ্জাক বলেন, ‘না, আগে চারদিনের টুর্নামেন্ট হবে। এবারের জাতীয় লীগ হবে সিংগেল টায়ার পদ্ধতিতে। আগে যেমন টায়ার ওয়ান ও টায়ার টু ছিল, এবার সেরকম না। সব দল নিজেদের মধ্যে খেলবে। ভবিষ্যতে জাতীয় লীগ নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। সেগুলোও বাস্তবায়ন করা হবে। আপাতত আমরা এটা দিয়ে শুরু করছি।’ নির্বাচক বলেন, ‘এখন পর্যন্ত সিংগেল লীগই হওয়ার কথা। যেহেতু আমাদের সূচি আগে থেকে নির্ধারিত করা আছে তাই ইচ্ছে থাকলেও এবার বাড়ানো সম্ভব হচ্ছে না। সময়ের ব্যাপারও মাথায় রাখতে হচ্ছে। এক মাস থেকে শুরু করা গেলে হয়তো এটা সম্ভব ছিল। তবে এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করবো সময় বের করার।’