অনলাইন
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১২:০৯ অপরাহ্ন
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে মারা যান তিনি।
মৃত ওই কয়েদির নাম মো. পাভেল রহমান (৪৫)। তিনি কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। কয়েদি নম্বর ৬৬৩১/এ। তার বাবার নাম গোলাপ রহমান
কারারক্ষী মো. শফিকুল ইসলাম বলেন, ‘সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তবে কোন মামলায় কারাবন্দি ছিলেন তা জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।