অনলাইন
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১০:১১ অপরাহ্ন
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করা হয়েছে। সোমবার ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছেন প্রেসিডেন্ট। এর মাধ্যমে ‘জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হলো। এর আগে গত ২৯শে আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বিতর্কিত কোন আইন দীর্ঘস্থায়ী হয় না । আলহামদুলিল্লাহ এই বিতর্কিত আইন বাতিল হয়েছে । এখন জিয়াউর রহমানের কবর ও বিতর্কিত বিষয়ের একটি । আশা করি যদি বিএনপি ক্ষমতায় আসে তারা নিজ উদ্যোগে এই কবর সরিয়ে বিতর্কের অবসান করবে । এবং তার পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা আইন পুনরায় চালু করবে না । দেশের মানুষের জন্য নিরাপত্তা জোরদার করবে । তা হলে সম্মান অর্জন করবে। বিশেষ নিরাপত্তা আইন ছাড়া ই তো খালেদা জিয়া নিরাপদ ছিলেন । জনগণ ই নিরাপত্তা দিবে যদি কোন দল জনগণ নিরাপত্তা দেয়।
যেটা করা হয়েছিল জিয়া পরিবারের জন্য, সেই পথেই হেঁটেছেন হাসিনা। দেশটাই ছিল দুই পরিবারের জন্য মগের মুল্লক। এই দুই গোষ্ঠীর স্বপ্নের আর শেষ নেই তাই জনগণও বুঝে শুনে সময় করে উচিত শিক্ষা দেয়।