অনলাইন
জেনারেল আজিজ ও নিজাম হাজারীর সম্পদের খোঁজে দুদক
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন
সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীরর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সংস্থাটির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের সম্পদের তথ্য নেয়া শুরু করেছে দুদক।
সংস্থাটির সূত্রে জানা যায়, নিজাম হাজারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এছাড়াও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ ছাড়া জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ। মিরপুর ডিওএইচএস মিরপুরে বাড়ি, ঢাকার নিকুঞ্জ-১ এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স (বাড়ি নম্বর RCR9+F5P) নামীয় বাড়ি রয়েছে তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি ক্রয় করেছেন। এছাড়াও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
3- Notorious corrupted-MP- from Noakhali 1) Alauddin Nasim-MP 2)ikramul- karim Chowdhury-MP 3)Abdullah- Al Mamun-MP
একরামুল এইবার (শতাব্দীর) শতাধিক গরু এর চাঁদাবাজি করতে পারেন নাই (বিরানি খাওয়া ও হয় নাই) তাই দুঃখে মঈন ইউ আহমেদের ( ক্রয় কৃত) ঢাকার বাড়িতে অবসরে সুখনিদ্রায় আছেন(শিউলি সহ)
ফেণীর আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কোথায়?
দুদকের যে চেয়ারম্যান জেনারেল আজিজের পক্ষে সাফাই গিয়েছিলেন আগে তার সম্পদের হিসাব নেয়া হোক। তাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হোক।
Look at what Israel did to the Nazis living in various countries. They sent out highly trained state agents to mete out punishment to them for what they did to the Jewish people. Bangladesh need to do the same. Do it, but do not officially acknowledge it.
নোয়াখালীর একরামুল কোথায়?