ভারত
আসামে মিলল ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময়কার বোমা!
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১২:১৬ অপরাহ্ন
নদীর পাড়ে পড়ে ছিল অদ্ভুত ধরনের একটা জিনিস। যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসামের শোনিতপুরে। খবর যায় আসাম পুলিশের কাছে। পরে জানা যায়, সেটি ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময়কার একটি মর্টার স্মোক বোম। প্রায় ৬২ বছর ধরে মাটির নীচে চাপা পড়ে ছিল সেটি। তার পর থেকেই নানা চর্চা শুরু হয়। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন, আবার অনেকে বোমাটি দেখতে ভিড় জমান।
শোনিতপুরের পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ বলেন, ‘‘শেষা নদীতে মাছ ধরতে যাবার সময় এক ব্যক্তি ইঞ্চি দুয়েকের গোল বস্তুটি খুঁজে পান। তখনই তার সন্দেহ হয়। তিনি স্থানীয় পুলিশের হাতে তুলে দেন সেটি। এলাকাটি মিসামারি থানার অধীনে। বোমাটি সম্ভবত চীনে তৈরি এবং বেশ পুরনো। মনে করা হচ্ছে, সেটি ১৯৬২ সালের ভারত-চীন যু্দ্ধের সময়কার।’’
বরুণ আরও জানিয়েছেন, মিসামারি সেনা ছাউনির একটি দলের সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। ভারত–চীন যুদ্ধ হয়েছিল অরুণাচল প্রদেশে। আর এই রাজ্যের প্রতিবেশী রাজ্য হল আসাম । মর্টার স্মোক বোম এমন একটা বিস্ফোরক যা নানা কাজে লাগানো যায়। ধোঁয়া ছড়ানো, আগুন লাগানো থেকে শুরু করে নজরদারির কাজে লাগানো যেতে পারে। এই মর্টার স্মোক বোমা লেফটন্যান্ট কর্ণেল অভিজিৎ মিশ্রের নেতৃত্বে সেনার টিম নিয়ে মিসামারি ক্যাম্পে নিরাপদে ফাটিয়ে ফেলা হয়েছে। তাই আর ভয়ের বা আতঙ্কের কিছু নেই বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: এনডিটিভি