ঢাকা, ১৩ জুন ২০২৫, শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

খেলা

২ উইকেট তুলে শেষ বেলাও রাঙিয়ে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(৯ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

১২ রানে পিছিয়ে থেকে ৪ ওভার বোলিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। সেখানেও ২ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এতে শেষ বেলাটাও রাঙিয়ে রাখলো টাইগাররা। 

২৬২ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস 

২৬২ রানে অলআউট হলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২ রান পিছিয়ে থেকে গুটিয়ে গেলো টাইগাররা। 

ক্যারিয়ার সেরা ইনিংসের কাছে গিয়ে থামলেন লিটন 

১৩৮ রানে ব্যাটিং করছিলেন, ক্যারিয়ার সেরা ইনিংসকে টপকাতে প্রয়োজন আর ৪ রান। এমন সময় ছক্কা মারতে গিয়ে আউট হলেন লিটন কুমার দাস। তবে তার আগে খেললেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। 

লিটনের সেঞ্চুরি 

২৬ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রথমে ধাক্কা সামলান। শুরুতে কিছুটা ধীরে খেললেও সময়ের সঙ্গে পাল্টা আক্রমণ করা শুরু করেন। সঙ্গী মিরাজ সেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেও লিটন তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তার ব্যাটেই এখনও লড়ছে বাংলাদেশ। 

রেকর্ড জুটি গড়ার পর মিরাজের বিদায় 

ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে উদ্ধার করেছে মিরাজ ও লিটনের জুটি। টেস্ট ইতিহাসে রেকর্ড হলো এই জুটিতে। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর এটাই সর্বোচ্চ রানের জুটি। তবে ১৬৫ রানের জুটি ভাঙলো এবার মিরাজের আউটে। ফেরার আগে ৭৮ রান করেন মিরাজ। 

মিরাজ-লিটনের ফিফটি, জুটির রান ১০০ ছাড়ালো 

২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। দুজনেই ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন, জুটিতে ১০০ রান পার হয়েছে। 

লাঞ্চের আগে মিরাজ-লিটনের প্রতিরোধ 

২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস প্রতিরোধ গড়েছেন। ৪৯ রানের জুটি গড়ে লাঞ্চে গেলেন তারা।

২৬ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের 

এবার ফিরলেন সাকিব আল হাসান।  ২৬ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ। 

মুশফিকও ফিরলেন, খাদের কিনারায় বাংলাদেশ 

বাংলাদেশের ব্যাটিং যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো। ২৬ রানেই ফিরলেন ৫ ব্যাটার। মুশফিকুর রহিম সর্বশেষ ফিরলেন ড্রেসিং রুমে। 

২০ রানে নেই ৪ উইকেট, বিপর্যয়ে বাংলাদেশ 

১৪ রানে বিনা উইকেট থেকে ২০ রানে ৪ উইকেট। ৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ফিরে গেছেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত  ও মুমিনুল হক। 

দিনের শুরুতেই জাকির-সাদমানকে হারালো বাংলাদেশ 

আগের ওভারেই একপ্রকার ‘জীবন’ই পান জাকির হাসান। কিন্তু পরের ওভারেই উইকেট ছুড়ে দিলেন তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি এর আগে ১৬ বলে করেন ১ রান। ১ ওভার পরই ড্রেসিংরুমের পথ ধরেন সাদমান ইসলাম। দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে টাইগাররা। বাংলাদেশের রান ২ উইকেটে ১৯ রান

এর আগে গতকাল প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status