ঢাকা, ২১ মে ২০২৫, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সাবেক প্রেসিডেন্টের ছোট ভাই, বোন, ভাতিজাদের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৯ আগস্ট ২০২৪, সোমবার
mzamin

কিশোরগঞ্জের মিঠামইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা, মারপিট, ককটেল বিস্ফোরণ ও একটি রেস্টুরেন্টে ভাঙচুর চালানোর ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। দু’টি মামলাতে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু, বোন আছিয়া আলম, ভাতিজা হানিফ কামাল, শরীফ কামাল ও তারেক কামালসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছে। এরমধ্যে একটি মামলায় সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ছোট বোন মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলমকে প্রধান আসামি করা হয়েছে। হামলা ও মারপিটে আহত মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরী নৌশাদ বাদী হয়ে দায়ের করা এ মামলায় সাবেক প্রেসিডেন্টের ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু এবং ভাতিজা মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ভাতিজা হানিফ কামাল ও তারেক কামালসহ মোট ৪৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ভাঙচুর হওয়া উপজেলা সদরের পাঁচফোড়ন রেস্টুরেন্টের ফারহান সিকদার পরাগ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেছেন। এ মামলায় সাবেক প্রেসিডেন্টের ভাতিজা মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামালকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটিতে সাবেক প্রেসিডেন্টের ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু, ভাতিজা হানিফ কামাল ও তারেক কামালসহ মোট ৪৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। মিঠামইন থানার ওসি মোহাম্মদ আহসান হাবীব মামলা দু’টি দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বিকাল সাড়ে ৪টার দিকে মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা উপজেলা সদরে বিজয় মিছিল বের করেন। মিছিলটি মিঠামইন বাজারের ফার্মেসি রোডের মধ্যবর্তী রাস্তায় ননী গোপালের মিষ্টির দোকানের সামনে পৌঁছামাত্র মিঠামইন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান। এ সময় বিজয় মিছিলকারীদের তারা এলোপাথাড়ি মারপিট ও ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরী নৌশাদসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ইমরান হোসেন জেরী নৌশাদ বাদী হয়ে গত শুক্রবার মিঠামইন থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে একইদিন বিকাল পৌনে ৬টার দিকে মিঠামইন নতুন কাঠ বাজার সংলগ্ন পাঁচফোড়ন রেস্টুরেন্টের সামনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারপিট ও ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পাঁচফোড়ন রেস্টুরেন্টটিও ভাঙচুর করা হয়। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক ফারহান সিকদার পরাগ বাদী হয়ে শনিবার মিঠামইন থানায় মামলা দায়ের করেন। মিঠামইন থানার ওসি মোহাম্মদ আহসান হাবীব জানান, মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

প্রবাসে আছি । কিন্ত দেশে আসার পর গভীর ভাবে পর্যবেক্ষণ করতাম যিনি নির্বাচিত সদস্য তিনি ভদ্র নিরপেক্ষ আচরণ করলেও তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন জনগণ কে নির্যাতন নিপীড়ন করত । তা আওয়ামীলীগ বা বিএনপির সরকারের মধ্যে পার্থক্য ছিল না । হতে পারে আব্দুল হামিদ সাহেব অতিশয় ভদ্রলোক হলেও তার ভাই বোন নির্যাতন করেছেন। তেমনি মৌলবিবাজার এর সাবেক এমপি ফেরেস্তার মত লোক ছিলেন। কিন্ত তার আত্মীয়দের প্রতাপ ও নির্যাতনে মানুষ তটস্থ থাকত ।

Kazi
১৯ আগস্ট ২০২৪, সোমবার, ৩:৩৩ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status