বাংলারজমিন
দু’দিনে পাঁচ মরদেহ উদ্ধার
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত
নীলফামারী প্রতিনিধি
(৭ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
নীলফামারীতে নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় শোকের মাতম না কাটতেই একই ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গোটা গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নে। আজ দুপুরে ওই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
দুপুরে ঘরে খুঁটি লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ওই গ্রামের স্কুল শিক্ষক আলামিন জানান, ঘরে খুঁটি লাগানোর সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে সোলেমান বাবু (৬৫), তার স্ত্রী ওয়াতন বেগম (৫৫) এবং পুত্রবধূ সাবানা বেগম (৩৫) নিহত হয়েছেন। পর পর দু’টি মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামের মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এর আগে, নদীতে ডুবে মারা যায় স্কুলের গণ্ডিতে পা দেয়া দুই চাচাতো ভাই রিফাত (৮) ও নিয়াজ (৭)। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল তারা। মঙ্গলবার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চাড়ালকাটা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহ আল রিফাত ও লোকমান হোসেনের পুত্র নিয়াজ উদ্দীন মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও রিফাত ও নিয়াজ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে নদীর ধারে তাদের স্যান্ডেল দেখতে পেয়ে নদীতে খুঁজতে শুরু করেন, গ্রামবাসী। অবশেষে সন্ধ্যায় নদীর হিমশীতল জল থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হলে রিফাত ও নিয়াজের শোকাহত মা-বাবা বার বার মূর্ছা যেতে থাকেন।