বাংলারজমিন
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২২ মে ২০২৫, বৃহস্পতিবারকিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক পটুয়াখালী জেলার বাউফল বট কাজল এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভৈরব থানা পুলিশকে জানানো হয়েছে। তার সঙ্গে হেলপার হিসেবে তার ছোট ভাই ছিল বলে জানা যায়।
নিহতের বাবা জানান, বুধবার গভীর রাতে তার ছেলে ভৈরব এলাকা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে স্থানীয়রা সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।